ঘরে আগুন লেগে দগ্ধ হলো এক মাসের শিশু
প্রকাশিতঃ 10:56 am | March 15, 2025

চুয়াডাঙ্গা প্রতিবেদক, কালের আলো:
চুয়াডাঙ্গায় ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছে এক মাসের শিশু তাবাসসুম। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার (১৪ মার্চ) সকালে চুয়াডাঙ্গা সদরের ৬২ আড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
চিকিৎসকরা শিশুটিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দিলেও অর্থাভাবে তাকে ঢাকায় নিতে পারেনি পরিবারের সদস্যরা।
পরিবারের লোকজন জানায়, শুক্রবার সকালে ৬২ আড়িয়া গ্রামের দিনমজুর আব্দুস সালামের তৃতীয় শিশুকন্যা তাবাসসুম একা ঘরে ঘুমিয়ে ছিল। বাইরে কাজ করছিলেন তার মা। এসময় ঘরের পাশে খড়ির গাদা থেকে আগুন লাগে। মুহূর্তেই বৈদ্যুতিক তারের মাধ্যমে ঘরে ছড়িয়ে পড়ে সেই আগুন। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয় ঘুমন্ত শিশু তাবাসসুম। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় প্রতিবেশী ও স্বজনরা।
হাসপাতালে নেওয়ার পরই তার শরীরের ক্ষত দেখে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেন। তবে অর্থাভাবে শিশুটিকে নিয়ে পরিবারের স্বজনরা এখনো চুয়াডাঙ্গা হাসপাতালেই অবস্থান করছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট এহসানুল হক তন্ময় জানান, শিশুটির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। দ্রুতই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া প্রয়োজন।
এদিকে শিশুটির বাবা আব্দুস সালাম বলেন, দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চলে। এই সময়ে ঢাকাতে নিতে টাকার প্রয়োজন। সেই টাকার জোগাড় না হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই থাকতে হচ্ছে। শিশুর শরীরের যন্ত্রণা সইতে না পেরে বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা চেয়েছি।
একই গ্রামের বাসিন্দা শাহিন সরকার জানান, অতিদ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন শিশুটির। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। গ্রামের লোকজন সহায়তা করছে। তাও খুবই সামান্য। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
কালের আলো/এমডিএইচ