উপদেষ্টা আসিফের বইয়ের মোড়ক উন্মোচন
প্রকাশিতঃ 9:48 pm | March 15, 2025

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কালের আলো:
অভ্যুত্থানে নানা অংশীজন, নানা মানুষের আত্মত্যাগ রয়েছে। প্রত্যেকের আলাদা গল্প রয়েছে। এমন আত্মত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। স্বাধীনতার পরে গত ৫৩ বছরে সে আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়নি। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই গণতান্ত্রিক উত্তরণের সুযোগ যেন নষ্ট না হয়। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বক্তারা এ সব কথা বলেন। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।
প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম রিফাত বক্তব্য রাখেন। এ সময় উপদেষ্টা ফাওজুল কবির, ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, উপদেষ্টা মাহফুজ আলম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ বলেন, বইটি শুধু আমার ব্যক্তিগত জায়গা থেকে লেখা। যারা গণঅভ্যুত্থানে যেভাবে সম্পৃক্ত ছিলেন, সবাই আপনাদের অংশটি লিখুন। যেন আমরা জুলাই অভ্যুত্থানের একটি পূর্ণাঙ্গ চিত্র পাই। আমাদের কাছে যেন একটি পূর্ণাঙ্গ ইতিহাস থাকে।
নাহিদ ইসলাম বলেন, আমাদের গল্পগুলোই কেউ যেন শুধু জুলাই গণঅভ্যুত্থানের গল্প ভেবে না নেয়। এখানে প্রত্যেকের মানুষের গল্প জুলাইয়ের গল্প। এগুলো আমাদের বেশি শোনা উচিত। প্রাইভেটে, মাদরাসা শিক্ষার্থীরা, কুমিল্লায়, নরসিংদীতে কীভাবে আন্দোলন সংগঠিত হয়েছে তাদের গল্প বেশি আসা দরকার।
আসিফ নজরুল বলেন, জুলাই অগ্রসেনা যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আমরা সতর্ক করে দেই। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন আমাদের সামনে হাজির করেছো, ইনফ্যাক্ট নব্বই সালেও এমন অবস্থার সৃষ্টি হয়নি। একাত্তরের পর প্রথমবারের মত। একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সে সুযোগ নষ্ট হতে দিও না।
তিনি বলেন, সবার অভূতপূর্ব আত্মত্যাগের মধ্যে যে প্রত্যাশা ছিল, সেটা যেন কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের রাষ্ট্রব্যবস্থার কিছু সংস্কার করতে হবে। এই বই পড়ে মনে হয়েছে, মানুষের মনে এই প্রেরণা তাগিদ আরেকটু সৃষ্টি হবে।
কালের আলো/এসএকে