খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

প্রকাশিতঃ 3:17 am | March 16, 2025

খুলনা প্রতিবেদক, কালের আলো:

খুলনা নগরীতে শেখ শাহিনুল হক শাহীন (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার অদূরে একটি গলিতে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত যুবক দৌলতপুর কাত্তিককুল এলাকার জনৈক আ. রশিদের ছেলে।

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। তিনি বিভিন্নস্থানে আত্মগোপনে থাকতেন।

তিনি আরও বলেন, শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে —এমন সংবাদ পেলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহীনের মরদেহ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনা শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে রাতে বাগমারা ও তার আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

কালের আলো/এসএকে