এমবাপ্পের জোড়া গোলে সিংহাসন ফিরে পেল রিয়াল মাদ্রিদ
প্রকাশিতঃ 2:40 pm | March 16, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিতের পর ৬৭ ঘণ্টার ব্যবধানে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। শরীরে ক্লান্তির ছাপ থাকলেও এই ম্যাচে বার্সেলোনাকে পিছনে ফেলার সুযোগ ছিল লস ব্লাঙ্কোসদের সামনে। আর এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আনচেলত্তির শীর্ষরা।
শনিবার (১৫ মার্চ) ভিয়ারিয়ালকে তাদের ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে বার্সেলোনাকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। আর এই জয়ের নায়ক জোড়া গোল করা কিলিয়ান এমবাপ্পে।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। পঞ্চম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটিও পায় তারা। বক্সে কয়েকজনের মাঝ দিয়ে আয়োসে পেরেসের নিচু শট ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
দুই মিনিট পর বক্সের বাইরে থেকে পেরেসের আরেকটি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বেলজিয়ান গোলরক্ষক। ওই কর্নার থেকেই এগিয়ে যায় স্বাগতিকরা। আলেক্স বায়েনার কর্নারে বল হুয়ান ফয়থের হাঁটুতে লেগে রেয়ালের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির পিঠে লাগে, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ।
১৭তম মিনিটে প্রথম ভালো সুযোগ পেয়েই সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। প্রথম দফায় এমবাপ্পের পাসে ব্রাহিম দিয়াসের শট ঠেকান গোলরক্ষক, ফিরতি বলে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা এমবাপ্পে। ২৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন তিনি।
লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে লা লিগায় এমবাপের গোল হলো ২৬ ম্যাচে ২০টি। তার চেয়ে একটি বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনায় রবের্ত লেভানদোভস্কি।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিকোলাস পেপের শট ফিরিয়ে ব্যবধান ধরে রাখেন কোর্তোয়া। বিরতির পরও তুলনামূলক ভালো শুরু করে ভিয়ারেয়াল। তিন মিনিটের ব্যবধানে দুবার প্রতিপক্ষের বক্সে ভীতি ছড়ায় তারা, যদিও একবারও শট লক্ষ্যে রাখতে পারেনি দলটি।
৫৯তম মিনিটে আবার স্বাগতিকদের আক্রমণ, এই দফায় আলেক্স বায়েনার জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া, এগিয়ে রাখেন দলকে। চ্যাম্পিয়নস লিগে ভীষণ কষ্টের ১২০ মিনিটের লড়াই এবং শ্বাসরুদ্ধকর টাইব্রেকারের ৬৭ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ম্যাচের কারণেই কিনা, সময় গড়ানোর সঙ্গে মাঠে রদ্রিগোদের পায়ে ক্লান্তির ছাপ আরও প্রকট হতে থাকে।
ধার বাড়াতে কয়েক মিনিটের মধ্যে তিনটি পরিবর্তন করেন রিয়াল কোচ; রাউল আসেন্সিও, ব্রাহিম দিয়াস ও রদ্রিগোকে তুলে মাঠে নামান আন্টোনিও রুডিগার, ভিনিসিয়ুস জুনিয়র ও লুকা মদ্রিচকে।
ভিনিসিয়ুসের সৌজন্যে লেফট-উইংয়ে কিছুটা গতি যোগ হয় বটে, কিন্তু রিয়ালের সার্বিক পারফরম্যান্সে তেমন পরিবর্তন আসেনি। ভালো কয়েকটি আক্রমণও করতে পারে দলটি; কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে ২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে আছে দুইয়ে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকোর মাঠে রোববার হবে টেবিলের দুই ও তিন নম্বর দলের লড়াই। হাইভোল্টেজ ম্যাচটি জিতলেই শীর্ষে ফিরবে হান্সি ফ্লিকের দল।
কালের আলো/এসএকে