জুলাই বিপ্লবের শহীদ-আহত পরিবারের পাশে দাঁড়াবে জিয়া ফাউন্ডেশন
প্রকাশিতঃ 2:45 pm | March 16, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
জুলাই বিপ্লবে শহীদ ও আহত সাড়ে আটশত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আগামী ১৮ মার্চ থেকে এই ফাউন্ডেশন শহীদ ও আহত পরিবারের সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ শুরু করবে। ঈদ উপলক্ষে এই উদ্যোগের আওতায়, ফাউন্ডেশন শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী তুলে দেবে।
রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে বলেন, ‘শহীদ ও আহত সাড়ে আটশত পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দিতে এই কার্যক্রম শুরু হবে। আমরা শহীদ পরিবারের তথ্য সংগ্রহ করছি এবং দ্রুতই তাদের কাছে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আজকে যারা আমাদের মধ্যে নেই, যারা শহীদ হয়েছেন, তাদের কখনো ভুলে যাওয়ার মতো নয়। তাদের আত্মদান ও সংগ্রামের কারণে আজকের বাংলাদেশ গঠিত হয়েছে। একইভাবে, যারা আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কিছু ক্ষত নিরাময় হয় না, কিন্তু আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের চিকিৎসায় সহায়তা প্রদান করছি।’
এদিকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য ইতিমধ্যে চিকিৎসকরা কাজ শুরু করেছেন এবং ভবিষ্যতেও তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে। ফাউন্ডেশন এর সদস্যরা নিয়মিত শহীদ ও আহত পরিবারের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
ডা. ফরহাদ হালিম ডোনার আরও বলেন, ‘যদিও আগামী ঈদ মুসলিমদের সবচেয়ে বড় উৎসব, তবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করা। আমরা জানি, তাদের জন্য এই ঈদ আনন্দের চেয়ে বেদনার সময় হয়ে থাকবে। কিন্তু আমরা চাই, তাদের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা হলেও আনন্দ ফিরিয়ে আনতে।’
এছাড়া, তিনি ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমাদের ফাউন্ডেশন সরকারের সহায়তায় নয়, সদস্যদের অনুদান এবং চাঁদার মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করে থাকে। সম্প্রতি ফেনী অঞ্চলের ভয়াবহ বন্যার সময়ও ফাউন্ডেশন স্থানীয়দের ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে। আমরা ভবিষ্যতেও যেকোনো বিপদে-আপদে জনগণের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ।’
ফাউন্ডেশন আরও জানায়, তারা যেকোনো দুর্যোগ-সংকটে, বিপদে-আপদে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশন তার মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় এবং শহীদ ও আহত পরিবারগুলোর জন্য সহানুভূতি প্রদর্শন করবে।
এ সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পরিচালক ও ঈদ সামগ্রী বিতরণ উদ্যোগের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, পরিচালক প্রফেসর মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, ডা. শাহ মো. আমান উল্লাহ, ডা. আবুল হাসনাত মো. শামীম, ডা. শেখ মনিরুদ্দিন জুয়েল, আমিরুল ইসলাম কাগজী ও সাঈদ খানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএএন