রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা এনেছেন এক ব্যক্তি: এনবিআর চেয়ারম্যান
প্রকাশিতঃ 1:23 pm | March 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠাতে সরকার আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে। এই প্রণোদনা শুধু প্রবাসীদের পাঠানোর আয়ের জন্য প্রযোজ্য।
এই প্রণোদনা সুবিধা নিতে রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন এক ব্যক্তি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ তথ্য জানান।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বিসিএস কর ক্যাডারদের এক মতবিনিময় সভায় এমনটি জানান তিনি।
তবে বিশাল অংকের টাকা আনা ওই ব্যক্তির নাম-পরিচয় বলেননি এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, বিদেশ থেকে টাকা নিয়ে আসা ওই ব্যক্তির নাম না বলাই ভালো। ব্যবস্থা তো নিতে হবে। ব্যবস্থা নেওয়ার পরে এমনিতেই আপনারা নাম জেনে যাবেন।
দেশে প্রত্যক্ষ কর বাড়লেও অর্থনৈতিক বৈষম্য না কমে বাড়ছে কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, যে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে অর্থ পাঠান, তাদের সেই আয় করমুক্ত হবে। সেজন্য আইন করা হয়েছে। কিন্তু আইনের ব্যত্যয় করে সেই সুবিধার আড়ালে কর ফাঁকি দেওয়া হচ্ছে।
অনলাইন আয়কর রিটার্ন বা ই-রিটার্ন প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, আইনকানুন হলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। এক কোটি ১৩ লাখ কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারী রয়েছেন। কিন্তু রিটার্ন দেন ৪০ লাখ করদাতা। বাকি ৮০ লাখের বেশি মানুষ রিটার্ন দেন না।
তিনি জানান, ভবিষ্যতে ব্যাংকের সঙ্গে এপিআইয়ের (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করের তথ্য নেওয়া হবে। এর মাধ্যমে করদাতার আমানত কত, কত টাকা উৎসে কর কাটা হয়েছে প্রভৃতি মৌলিক তথ্য রিটার্ন জমার সময় স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
মতবিনিময় সভায় ইআরএফ ও বিসিএস কর ক্যাডারের নেতারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমডিএইচ