দৈনিক যায়যায়দিনের ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান

প্রকাশিতঃ 1:40 pm | March 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা ও ছাপাখানা শাখা) নুসরাত নওশীন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শফিক রেহমান পত্রিকা প্রকাশের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে, অন্তর্বর্তী সরকার পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করে।

শফিক রেহমান অভিযোগ করেন, পত্রিকা প্রকাশের অনুমোদিত প্রেস থেকে যায়যায়দিন পত্রিকা ছাপা হচ্ছিল না। অথচ প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছিল। এরপর, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করে।

হাইকোর্টের আদেশ অনুযায়ী, ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইন, ১০ ধারার লঙ্ঘন হওয়ায়, পত্রিকার প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়।

কালের আলো/এএএন