তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
প্রকাশিতঃ 2:59 pm | March 18, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তাতে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামে খালাসের জট কমেছে কি না জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, হ্যাঁ, পণ্য খালাসের জট কমেছে।
সয়াবিন তেল কি ভাসছে? সাংবাদিকরা এমন পাল্টা প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, সয়াবিনটা ভাসছে, এটা আমাদের দৃষ্টিতে আসছে। ব্যবসায়ীরা অনেক সময় নানান রকম ইসে যায়…। যাই হোক, আমরা চেষ্টা করছি। যতবেশি চালাক হয়, আমাদের আরও একটু বেশি চালাক হয়ে কাজ করতে হবে।
কারও কোনো গাফিলতি আছে কি না, সে বিষয়টি কি আপনারা দেখবেন? এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে, কীভাবে করেছে, কিন্তু তারা এটা ভালোভাবে ম্যানেজ করেছে।
গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক বাংলাদেশ সফর করে গিয়ে লিখেছেন বাংলাদেশ খাদের কিনারায় আছে, উনি কেন এটা বললেন বলে আপনাদের মনে হয়? জবাবে এই উপদেষ্টা বলেন, খাদের কিনারায় ছিল। এখন খাদের কিনারা থেকে আমরা রিটার্ন করে চলে আসছি।
উনি তো লিখেছেন, সাংবাদিকরা এমন পাল্টা প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, ওনারা কত কিছু লেখেন। বাইরের সবাই কি সবকিছু জেনে-শুনে লেখেন? তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন।
অর্থনীতির বিষয়গুলোও সেখানে আছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতির বিষয় তো আমি জানি ভেতরে কী হচ্ছে। এত হতাশ হওয়ার কোনো কারণ নেই।
এলডিসি গ্রাজুয়েশন নিয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২০২৬ সালে একটা স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি নিয়েছি। স্মুথ মানে ধম করে নামে না, প্লেন যেমন আস্তে আস্তে নামে। আমরা এটা অলরেডি করছি।
অর্থ উপদেষ্টা বলেন, আসলে বাংলাদেশের দিকে অন্যান্য দেশ তাকিয়ে আছে। আমরা জানি বাংলাদেশের পারফরমেন্স ওভারঅল সন্তোষজনক। ভুল-ত্রুটি আছে তার মধ্যেও। ইভেন… বলেছে তোমরা যদি করো অন্যান্য দেশ সাহস পাবে। আর আমাদের গৌরবটা একটু বাড়বে। হয়তো কিছু কিছু প্রিপারেশন লাগবে, আমরা প্রিপারেশনে যাচ্ছি।
কালের আলো/এএএন