নোংরা পরিবেশে সেমাই-নুডুলস উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা
প্রকাশিতঃ 4:19 pm | March 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও অনুমোদনহীনভাবে নুডুলস উৎপাদন করায় তিনটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-২। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন কারখানাকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি খান আসিফ তপু জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যক্তি বিএসটিআই অনুমোদন ছাড়া নোংরা পরিবেশে সেমাই ও নুডুলস উৎপাদন ও বাজারজাত করছে। এ ধরনের কারখানাগুলো চিহ্নিত করতে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং মঙ্গলবার বিশেষ অভিযানে নামে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে কামরাঙ্গীরচরে মিতালি ট্রেডার্স ও নাসির ট্রেডার্স নামের দুইটি সেমাই কারখানা এবং কেরানীগঞ্জে প্রিমিয়াম ড্রাগন নুডুলস কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, তিনটি কারখানায়ই অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন চলছিল।
এ কারণে মিতালি ট্রেডার্সকে ২০ হাজার, নাসির ট্রেডার্সকে ৫০ হাজার এবং প্রিমিয়াম ড্রাগন নুডুলসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয় র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
কালের আলো/এসএকে