আজও রোদ-গরমে কাবু হতে হবে ঢাকার মানুষজনকে
প্রকাশিতঃ 10:16 am | March 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আজ ঢাকা এবং আশপাশের এলাকার তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বাড়তে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনভর নেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। এর ফলে আজও বেশি তাপমাত্রা এবং রোদের ফলে গরমে কাবু হতে হবে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকার মানুষজনকে।
বুধবার (১৯ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আর এসময়ের মধ্যে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৬ সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ। আর ঢাকায় গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
কালের আলো/এমডিএইচ