ইস্তাম্বুলের আলোচিত মেয়র ইমামোগলু গ্রেপ্তার

প্রকাশিতঃ 3:26 pm | March 19, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইস্তাম্বুলের আলোচিত মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। এই রাজনীতিবিদকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভাবা হয়। দেশটির সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, দুর্নীতি ও সন্ত্রাসবাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে এক তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, ইমামোগলুসহ প্রায় ১০০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মেয়রকে গ্রেপ্তারের পর ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, চারদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে যেকোনো সভা-সমাবেশ।

এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) উচ্চশিক্ষা কাউন্সিলের নিয়মাবলীতে অনিয়মের অভিযোগ তুলে মেয়র ইমামোগলুর ডিপ্লোমা বাতিল করে তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়। এতে করে হুমকির মুখে পড়ে গেছে আসন্ন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে ইমামোগলুর প্রতিদ্বন্দ্বিতা করা। কেননা, তুরস্কের সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চ শিক্ষার ডিগ্রি থাকতে হবে।

গত বছরের মার্চে এরদোগানের দলকে পরাজিত করে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছিলেন একরেম ইমামোগলু। ইমামোগলুর গ্রেপ্তারকে তুরস্কের ‘পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টা’ বলে নিন্দা জানিয়েছে তার দল সিএইচপি।

কালের আলো/এসএকে