উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে
প্রকাশিতঃ 4:29 pm | March 19, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হওয়ায় শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। সরবরাহ ও উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখতে হলে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।
বুধবার (১৯ মার্চ) এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত সেমিনারে প্যানেল আলোচক হিসেবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
উজমা চৌধুরী বলেন, বৈদেশিক বাণিজ্য বাড়াতে প্রচারণা দরকার। এ নিয়ে যেন নেতিবাচক প্রচারণা না হয়। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য বিভক্তি সার্বিক ব্যবসার জন্য ক্ষতিকর। আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে বৃহত্তর স্বার্থের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হলে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য দেশের ব্যবসার পরিবেশ উন্নতি করতে হবে, কারণ বিদেশিরা ব্যবসা করতে আসেন দান করতে নয়। তারা যদি লাভ করতে না পারে তাহলে বিনিয়োগ করবে না এটাই স্বাভাবিক। রপ্তানি বহুমুখী কারণের বড় বাধা আইনগত জটিলতা, আইনে অনেক অস্পষ্টতা রয়েছে যার কারণে ব্যবসায়ীরা সিদ্ধান্তহীনতায় ভোগে। এসব আইন সংশোধন বা পরিবর্তন দীর্ঘসূত্র থাকার কারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া কঠিন হয়।
কালের আলো/এএএন