নিজে কেঁদে সবাইকে কাঁদালেন ইকরামুল হক টিটু

প্রকাশিতঃ 1:17 am | April 07, 2019

আউটপুট এডিটর, কালের আলো:

টানা ৯ বছর ছিলেন ময়মনসিংহ পৌরসভার সফল মেয়র। এর ফলশ্রুতিতে হন প্রথম সিটি করপোরেশনের প্রথম প্রশাসক। এরপর তার ওপরই আস্থা রেখে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতেই তুলে দিয়েছেন উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক ‘নৌকা’। একের পর এক সাফল্যে যিনি নিজেকে উদ্ভাসিত করেছেন তিনি হলেন ময়মনসিংহের আপামর জনতার হৃদ স্পন্দন মো. ইকরামুল হক টিটু।

দলীয় প্রধানের আশির্বাদ তুষ্ট হওয়ার পর রাজধানী থেকে শনিবার (৬ এপ্রিল) আসেন নিজের নগরীতে। আর এদিকে তাকে বরণ করে নিতে ময়মনসিংহবাসী যে উচ্ছ্বাস-আনন্দের বহি:প্রকাশ ঘটিয়ে দেখিয়েছে সেটাও রীতিমতো বিরল। সবকিছুই তার জন্য, দিনটিও ছিলো তার। কিন্তু হাসির বদলে তিনি কেঁদেছেন, সবাইকে কাঁদিয়েছেন। অঙ্গীকার করেছেন, মডেল ময়মনসিংহ সিটি করপোরেশন উপহার দেওয়ার।

একদিন আগে শুক্রবার (৫ এপ্রিল) তার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।

পথে পথে শোডাউন, সড়কের দুই পাশে স্বত:স্ফূর্ত মানুষের উপস্থিতি। কর্মীদের অবারিত ভালোবাসা। সব মিলিয়ে তৃপ্ত টিটু’র হৃদয়ে বার বার ধুমড়ে-মুচড়ে যাচ্ছিলো ‘শোকাবহ’ এপ্রিল মাস। নগরীর টাউন হলের শহীদ মিনার মঞ্চে দাঁড়িয়ে টিটু উচ্চারণ করলেন, ‘এপ্রিল মাসটি আমার জন্য অত্যন্ত কষ্টের। এই মাসে আমার মা-কে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি। কিন্তু আজকে এই ময়মনসিংহবাসী আমাকে যা উপহার দিয়েছে, তাতে আমার বাবা-মাকে হারানোর কষ্ট কিছু মুহূর্তের জন্য হলেও ভুলে গেছি।’

মা-বাবা’র আত্মার মাগফেরাত কামনা করে টিটু বলেন, ‘আমি এতিম একজন মানুষ। আপনারা আমাকে এভাবে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন, সত্যিই অবিশ্বাস্য। আপনাদের কাছে আমি চিরঋণী।’

গত ৯ বছরে ময়মনসিংহ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আধুনিক ও সুন্দর নগরী হিসেবে ময়মনসিংহকে উপহার দিয়েছেন ইকরামুল হক টিটু। অনুন্নত ময়মনসিংহ অধ্যায় করেছেন নির্বাসিত। সেই কথাই যেন এবার বললেন নিজের মুখে। ‘যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন ময়মনসিংহ কেমন ছিল, এখন কেমন হয়েছে, তা আপনারা উপলব্ধি করবেন হয়তো।’

প্রথম সিটিতে প্রথম ভোট আগামী ৫ মে। ডেটলাইনটি স্মরণ করিয়ে দিয়ে গণতন্ত্র আর উন্নয়নের প্রতীক নৌকার জন্য সবার কাছে ভোট চাইলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু।

তিনি বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে নেত্রীকে উপহার দেবেন। আমি কথা দিচ্ছি ময়মনসিংহ সিটি করপোরেশনকে মডেল হিসেবে উপহার দেবো।’

সংবর্ধনায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে প্রশাসক ইকরামুল হক টিটু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের তারিখ উল্লেখ করে গত মাসে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নত্র জমার শেষ সময় ৮ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল। নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ১৩০টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হবে।

কালের আলো/ওএইচ