বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরও ২৫২ টন আলু
প্রকাশিতঃ 1:48 pm | March 28, 2025

পঞ্চগড় প্রতিবেদক, কালের আলো:
দেশের দ্বিতীয় বৃহত্তম পঞ্চগড়ের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর। বন্দরটিতে বর্তমানে নিয়মিত নেপালে আমদানি-রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্থলবন্দরটি। এ পর্যন্ত কয়েক ধাপে বাংলাদেশ থেকে ২ হাজার ৩৩১ টন আলু নেপালে রপ্তানি হয়েছে।
ঈদের ছুটির আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) বন্দরটি দিয়ে বিকেল পর্যন্ত ১২টি ট্রাকে ২৫২ টন আলু নেপালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।
উজ্জল হোসেন বলেন, আলু রপ্তানি করেছে থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, হোসেন এন্টারপ্রাইজ ও প্রসেস এগ্রো নামের চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রপ্তানি করে। গত ২৫ মার্চ এ স্থলবন্দর দিয়ে ২৩১ টন আলু গেছে নেপালে।
এদিকে আলু ছাড়া যেসব পণ্য রপ্তানি হচ্ছেন এমন তথ্য জানিয়েছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে অপার সম্ভাবনাময় চারদেশীয় এ স্থলবন্দর। বন্দরটি দিয়ে ৯৫ শতাংশ পাথর আমদানি হলেও রপ্তানিও বেড়েছে।
আলু ছাড়া বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যগুলো হলো- ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ উল্লেখযোগ্য পণ্যসহ বিভিন্ন পণ্য। আরেক দিকে পাথর ছাড়াও যেসব পণ্য আমদানি হচ্ছে তা হচ্ছে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, খইল, আদা ও চিটাগুড় ইত্যাদি।
কালের আলো/এমডিএইচ