‘নৌকার বিরোধীতা কারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা’
প্রকাশিতঃ 7:28 pm | April 09, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধীদের অভিযোগ প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীদের বিরোধীতা যে সব নেতাকর্মী, এমপি ও মন্ত্রীরা করেছে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার(৮ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কালের আলোকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ও তৃনমুলের কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার বিষয়ে এ প্রতিবেদকের সঙ্গে খোলামেলা কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচনে যারাই নির্বাচন করতে চেয়েছে তাদেরকেই সুযোগ দেয়া হয়েছে। কিন্তু দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দায়িত্বশীল যে সমস্ত নেতারা অবস্থান নিয়েছে তাদের সর্ম্পকে খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তখন তাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আরেক প্রশ্নের জবাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ অক্টোবরের শেষ হবে। সেই হিসেবে নিধারিত সময়ে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত হয়েছে। তবে কাউন্সিল নিয়ে এখনো কোনো মন্তব্য করার সুযোগ নেই। কাউন্সিল শুরু হলে তখন হয়তো কাউন্সিলের অধিবেশন নিয়ে আলাপ করা যেতে পারে।
তিনি আরও বলেন, আমাদের জাতীয় কাউন্সিল অক্টোবরে হবে। আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী সম্মেলনের আগে বিভিন্ন ইউনিটে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করেই জাতীয় কাউন্সিল করা হয়। এবারও সেই ভাবে করা হবে।
তৃণমুলে সব ভোটে হয়। ভোটের মাধ্যমে এবং তাদের মতামতের ভিত্তিতে। তৃণমুলে সাধারণত কমিটি টা গঠন হয় তৃণমুলের কাউন্সিলার নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে। এটা আলোচনার মাধ্যমেও হতে পারে। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেই ভাবে হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীকে হবে কী না তা এখনো আলোচনা করা হয়নি।
তিনি বলেন, আমাদের স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ড আছে। বোর্ড কেন্দ্রী তৃণমুল নেতাদের মতামতের ভিত্তি করে এবং প্রার্থীদের সার্ভে রিপোর্টের পর্যালোচনা করে বিবেচনা করে মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন বোর্ডের কোনো আক্ষেপ আছে এটা বলা যাবে না।
কালের আলো/এসআই/এমএইচএ