কঙ্গো ও দক্ষিণ সুদান সফরে সেনাবাহিনী প্রধান

প্রকাশিতঃ 6:08 pm | April 15, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ৮ দিনের সরকারী সফরে কঙ্গো ও দক্ষিণ সুদান সফরে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সোমবার (১৫ এপ্রিল) রাতে তিনি শান্তিরক্ষা মিশন এলাকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এদিন বিকেলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর থেকে বলা হয়েছে, সফরকালে সেনা প্রধান উভয় দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টসমূহ পরিদর্শন এবং সেনা সদস্যেদের উদ্দেশ্যে দরবার নিবেন।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাত

পাশাপাশি সেনাবাহিনী প্রধান উভয় মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথেও সৌজন্য সাক্ষাত করবেন। কঙ্গোতে তিনি ফোর্স কমান্ডার ও ডেপুটি এসআরএসজি এর সাথে সৌজন্য সাক্ষাত এবং ইতুরি প্রদেশের গভর্নর’র সাথে মতবিনিময় করবেন।

এছাড়াও, দক্ষিণ সুদান সফরকালে তিনি এসআরএসজি, ফোর্স কমান্ডার ও ডাইরেক্টর মিশন সাপোর্ট এবং দক্ষিণ সুদানের চীফ অব ডিফে›স ফোর্সের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

প্রসঙ্গত, এই সফর শেষে আগামী ২৭ এপ্রিল সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

কালের আলো/এসটি/এএ