প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাত
প্রকাশিতঃ 6:25 pm | April 15, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এসময় অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও তাঁর সঙ্গে ছিলেন।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁরা সাক্ষাৎ করেন।
আরো পড়ুন: কঙ্গো ও দক্ষিণ সুদান সফরে সেনাবাহিনী প্রধান
গণভবন সূত্র জানায়, সাক্ষাতে আন্তর্জাতিক প্রশিক্ষণ, বিদেশে দল পাঠানোসহ ক্রীড়াঙ্গনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়।
এ সময় ক্রীড়াঙ্গনের বিভিন্ন ডিসিপ্লিনে আগামী জাতীয় বাজেটে যাতে যথেষ্ট বরাদ্দ থাকে সেই বিষয়ে তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
কালের আলো/এসটি/এএ