অ্যাপল ও মেটাকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা
প্রকাশিতঃ 10:58 am | April 24, 2025

টেক ডেস্ক, কালের আলো:
মার্কিন দুই প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ডিজিটাল আইন লঙ্ঘনের অভিযোগে অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো এবং মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে। যা ডিএমএ-এর ‘অ্যান্টি-স্টিয়ারিং’ বাধ্যবাধকতার লঙ্ঘন।
অন্যদিকে, মেটা ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা ব্যবহারের পরিমাণ কমাতে বিকল্প পরিষেবা বেছে নেওয়ার সুযোগ দেয়নি বলে অভিযোগ করা হয়েছে। মেটার ‘পে ফর প্রাইভেসি’ সিস্টেম, যেখানে ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার জন্য অর্থ প্রদান করতে হয়, অথবা বিনামূল্যে ব্যবহারের জন্য ডেটা শেয়ার করতে হয়, সেটিও এই অভিযোগের কারণ।
উভয় কোম্পানিই এই জরিমানার বিষয়ে আপত্তি জানিয়েছে। অ্যাপল তাদের বিবৃতিতে বলেছে, কমিশন অন্যায়ভাবে জরিমানা করেছে৷ এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ক্ষতিকর মনে করে তারা।
মেটা অভিযোগ করেছে, ইউরোপীয় ইউনিয়ন “সফল মার্কিন ব্যবসাগুলোকে পঙ্গু করার চেষ্টা করছে।”
অ্যান্টিট্রাস্ট কমিশনার টেরেসা রিবারা বলেছেন, এই জরিমানা একটি “শক্তিশালী ও স্পষ্ট বার্তা” এবং ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ “দৃঢ় কিন্তু ভারসাম্যপূর্ণ”।
কমিশনের মুখপাত্র টমাস রেগনিয়ার জানান, এই জরিমানা কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। তিনি আরো বলেন, জরিমানার পরিমাণ ‘যথাযথ প্রক্রিয়া’ অনুসরণ করে নির্ধারণ করা হয়েছে।
কালের আলো/এমএএইচএন