ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের উপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দলীয় ফোরামে আলোচনা
প্রকাশিতঃ 11:12 pm | April 16, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ছাত্রলীগের গত সম্মেলন ছিলো সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত সম্মেলন। বহু জল্পনা কল্পনা শেষে সম্মেলন অনুষ্ঠানের কয়েকমাস পর কেন্দ্রীয় ও ঢাবির নতুন নেতৃত্বের ঘোষণা আসে।
এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হিসেবে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হিসেবে সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের নাম ঘোষণা করা হয়।
বহুল আলোচিত এই কমিটির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হবে এমনটাই প্রত্যাশা ছিলো সবার। যদিও দায়িত্ব গ্রহণের পর বছরখানেক সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে শোভন-রব্বানীর নেতৃত্বাধীন কমিটিকে।
তবে কি ‘আগের হাল যে পথে গেছে সেই পথ ধরেই এগুচ্ছে বর্তমানেরা!’ সংগঠনের তৃণমূল থেকে এমন আশঙ্কা একেবারে অমূলক বলা যাচ্ছে না।
এছাড়াও সাম্প্রতিক সময়ের ডাকসু নির্বাচনে ভিপি পদে শোভনের হারের মধ্য দিয়ে সংগঠনের অভ্যন্তরীণ বিভেদ সামনে আসে। সবশেষ পহেলা বৈশাখ উপলক্ষ্যে ছাত্রলীগ আয়োজিত কনসার্টে সংগঠনেরই একাংশের হামলা ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে অভ্যন্তরীণ কোন্দল প্রকট আকার ধারণ করে। এ নিয়ে দলের মধ্যেই সমালোচনা চলছে বেশ জোরেশোরে।
এমন পরিস্থিতিতে খোদ দলীয় প্রধান আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার হুশিয়ারবাণীর সম্মুখীন হতে হলো বর্তমান নেতৃত্বকে।
সম্প্রতি গণভবনে দলের নেতৃবন্দের সাথে এক বৈঠকে দলের এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ বৈঠকেই ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং দীর্ঘ ১ বছরেও কমিটি করতে না পারায় ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে বর্তমান কমিটি ভেঙ্গে দেয়ার বিষয়ও তিনি আলোচনা করেন।
পরে বিগত কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঙ্গে আলোচনা করে তাদের থেকে তালিকা নিয়ে এবং ক্লিন ইমেজ ধারী ছাত্রনেতাদের সমন্বয়ে কমিটি ঘোষণার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বি এম মোজাম্মেল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, এস এম কামাল হোসেন এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম।
কালের আলো/এমএইচএ