কঙ্গোতে সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসায় ফিলহো-গ্রেসলি
প্রকাশিতঃ 6:18 pm | April 18, 2019
বিশেষ সংবাদদাতা, কালের আলো :
মধ্য আফ্রিকার দেশ কঙ্গো সফরে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছেন বিশ্বশান্তি রক্ষায় নেতৃত্ব দেওয়া বাহিনীটির এই সর্বোচ্চ কর্মকর্তা।
এক সময়কার অচেনা এই জনপদে সফলতার সঙ্গেই দীর্ঘদিন যাবত শান্তিরক্ষার দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
সফরকালে নিজ বাহিনীর সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের উচ্ছ্বসিত প্রশংসা শুনেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মনুস্কো’র ফোর্স কমান্ডার লে: জেনারেল ইলিয়া রর্ডিগেজ মার্টিনস ফিলহো ও ডেপুটি এসআরএসজি ডেভিড গ্রেসলি’র মুখ থেকে।
আরো পড়ুন: দক্ষিণ সুদানে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সেনাপ্রধান
গর্বিত সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বিশ্বশান্তি ও সংহতি জোরদারে নিজ বাহিনীর এই সাফল্যমন্ডিত ইতিহাস ও সুনাম অক্ষুন্ন রাখার কৃতিত্ব দিয়েছেন দেশপ্রেমিক বাহিনীটির সদস্যদের।
বুধবার (১৭ এপ্রিল) তাদের মাঝে এ সাক্ষাত পর্ব অনুষ্ঠিত হয়। সৌজন্য এ সাক্ষাত শেষে সেনাবাহিনী প্রধান তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং ডেপুটি এসআরএসজি ডেভিড গ্রেসলিকে ক্রেস্ট উপহার দেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ এ সাক্ষাতকালে তাঁরা উভয়ই কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্টসমুহের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
এবং বাংলাদেশী সেনাসদস্যেদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন।
সেনাবাহিনী প্রধান কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টসমূহ পরিদর্শন করেন এবং দরবারে সেনাসদস্যেদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পৃথকভাবে কন্টিজেন্টসমুহের কর্মকর্তাদের উদ্দেশ্যেও বক্তব্য প্রদান করেন।
পরে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কঙ্গোর ইতুরি প্রদেশের গভর্নর মি: প্যাসিফিক কেটা উপার’র সাথেও এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এর আগে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে গত সোমবার (১৫ এপ্রিল) রাতে বাংলাদেশ ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ৮ দিনের এই সরকারি সফরে তিনি কঙ্গোর পাশাপাশি দক্ষিণ সুদানও সফর করবেন।
এছাড়াও, দক্ষিণ সুদান সফরকালে তিনি এসআরএসজি, ফোর্স কমান্ডার ও ডাইরেক্টর মিশন সাপোর্ট এবং দক্ষিণ সুদানের চীফ অব ডিফেন্স ফোর্সের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। সবশেষে আগামী ২৭ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
কালের আলো/এসটি/এএ