এবার ‘হল অব ফেইমে’ অভিষিক্ত বিমান বাহিনীর প্রধান

প্রকাশিতঃ 3:36 pm | April 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

এবার ‘মিরপুর হল অব ফেইম’এ অভিষিক্ত হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের পর তাঁরও অসামান্য কৃতিত্বপূর্ণ কর্মময় জীবন, প্রতিকৃতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ‘হল অব ফেইম’-এ সন্নিবেশিত করা হয়।

বুধবার (২৪ এপ্রিল) সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) শেখ হাসিনা কমপ্লেক্স মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) মিরপুর থেকে ‘পিএসসি’ ডিগ্রী অর্জনকারী কর্মকর্তা বিশ্বের যে কোন দেশের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হওয়ার গৌরব অর্জন করলে এ অনুষ্ঠানের মাধ্যমে তাকে কলেজের ‘হল অব ফেইম’ এ অভিষিক্ত করা হয়।

বিমান বাহিনী প্রধান ডিএসসিএসসি’র ১৯৯৫ থেকে ৯৬ সালে অনুষ্ঠিত ১৬ তম এয়ার স্টাফ কোর্সের একজন সম্মানিত গ্রাজুয়েট।

মিরপুর সেনানিবাসস্থ ডিএসসিএসসিতে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে ‘হল অব ফেইম’ এ অভিষিক্ত করা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণের মধ্যে এ পর্যন্ত ৭ জন সেনাপ্রধান, ৪ জন নৌপ্রধান ও ৩ জন বিমান বাহিনী প্রধানকে এরকম অনুষ্ঠানের মাধ্যমে ‘ডিএসসিএসসি হল অব ফেইম’ এ অভিষিক্ত করা হয়েছে।

এছাড়াও, বিদেশী ছাত্র কর্মকর্তাদের মধ্যে শ্রীলংকান সেনাবাহিনীর ২ জন কমান্ডারকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে চলতি বছরের ৩১ মার্চ মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজ ‘হল অব ফেইম’ এ অন্তর্ভূক্ত করা হয়।

নিজের দীর্ঘ কর্মময় জীবনে ধারন করা আলোকচিত্র পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

এর আগে গত বছরের ৬ নভেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ‘হল অব ফেইম’ এ অভিষিক্ত করা হয়।

তিনি ডিএসসিএসসি’র ১৯৯৪-৯৫ সালে অনুষ্ঠিত ১৯তম আর্মি স্টাফ কোর্সের একজন সম্মানিত গ্র্যাজুয়েট।

কালের আলো/ওএইচ/এএ