শমী কায়সারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : পীর হাবিবুর রহমান
প্রকাশিতঃ 11:18 pm | April 24, 2019
কালের আলো ডেস্ক:
দু’টি স্মার্টফোন চুরি যাওয়ায় প্রায় অর্ধশত সংবাদকর্মীকে আধঘণ্টারও বেশি সময় আটকে রাখার ঘটনায় অভিনেত্রী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সারকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।
বুধবার(২৪ এপ্রিল) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সেই পোস্ট পীর হাবিবুর রহমান লিখেছেন, শমী কায়সারকে সাংবাদিক সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে, নয় তাকে বয়কট করতে হবে।
তিনি লিখেন, অভিনেত্রী শমী কায়সার জাতীয় প্রেসক্লাবে বসে পেশাগত দায়িত্বপালনরত সংবাদ কর্মীদের আটকিয়ে নিজের দুটি স্মার্টফোন চুরির অভিযোগে নিরাপত্তাকর্মিদের দিয়ে তল্লাশিই করাননি, তারা সংবাদকর্মিদের চোরও বলেন! পরে প্রকৃত চোর ধরা পরলে তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি আরো লিখেছেন, শমী কায়সার ও তার নিরাপত্তাকর্মিদের ঔদ্ধত্য দম্ভ ও মিথ্যা অপবাদ অপমান দুঃখ প্রকাশেই শেষ হতে পারেনা। তাকে গোটা সাংবাদিক সমাজের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে হবে। সাংবাদিক সমাজও এই অপমান সয়ে চুপ থাকতে পারেনা। সাংবাদিকদের সংগঠন সমূহের নেতাদের বিবৃতি চাই।
প্রসঙ্গত, দু’টি স্মার্টফোন চুরি যাওয়ায় প্রায় অর্ধশত সংবাদকর্মীকে আধঘণ্টারও বেশি আটকে রাখেন অভিনেত্রী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সার। এমনকি তার নিরাপত্তাকর্মী সংবাদকর্মীদের দেহ তল্লাশিও করেন।
তল্লাশিসাপেক্ষে কেউ কেউ বের হতে চাইলে ‘চোর’ও বলে ওঠেন সেই নিরাপত্তাকর্মী, এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন সংবাদকর্মীরা। ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানস্থলে। ঘটনাটি ঘটেছে জাতীয় প্রেসক্লাবে।
কালের আলো/এমএইচএ