অর্জিত সম্মান রক্ষার্থে সেনা সদস্যদের একত্রে কাজ করতে হবে : সেনাপ্রধান
প্রকাশিতঃ 6:11 pm | April 30, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ সেনাবাহিনীর অর্জিত সম্মান রক্ষার্থে সেনা সদস্যদের একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
তিনি বলেছেন, একটি আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের লক্ষ্যে সকল সেনাসদস্যকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, সেনাবাহিনীর সকলকে দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে এগিয়ে আসতে হবে।
আরো পড়ুন:
বিইউপি’র উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সেনাপ্রধান
মঙ্গলবার(৩০ এপ্রিল) মিরপুর সেনানিবাসের ২৫ এডি রেজিমেন্ট আর্টিলারির প্রশিক্ষণ মাঠে সেনাবাহিনীর গোলন্দাজ এবং বীর রেজিমেন্টের চারটি ইউনিটের রেজিমেন্ট কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব আহ্বান জানান।
সেনাপ্রধান বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও অবকাঠামোগত উন্নয়নে অবদান রেখে চলেছে সেনাবাহিনী। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও অভূতপূর্ব অবদান রাখছে। একই ধারায় জাতীয় যেকোনো প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, সেনাবাহিনী দেশের সংকট সময়ে বড় ধরণের অপারেশন চালিয়ে দেশকে স্থিতিশীল করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে সেনাবাহিনী দক্ষতার সাথে কাজ করেছে। এছাড়া আর্ত সামাজিক ও অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
বর্তমানে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে বলেও জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
অনুষ্ঠানে চমৎকার এবং জাঁকজমকপূর্ণ প্যারেড উপহার দেওয়ায় প্যারেডে অংশগ্রহণকারী ইউনিট সমূহের ভূয়সী প্রশংসা করেন তিনি।
রেজিমেন্টাল কালার পাওয়া ইউনিটগুলো হলো, ৫ এডি রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট আর্টিলারি, ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ১৬ বীর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী যে কোনো ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার প্রাপ্তি অত্যন্ত গৌরবজনক।
সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিটগুলোকে রেজিমেন্টাল কালার দেয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চারটি ইউনিট কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং সেনাপ্রধানের কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।
অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধান, জাতীয় সংসদের সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিট সমূহের সাবেক ও চাকুরীরত অধিনায়করা উপস্থিত ছিলেন।
কালের আলো/এআর/এমএইচএ