ফণী’র প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

প্রকাশিতঃ 10:53 am | May 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শুরু হয়েছে বৃষ্টি। একই সঙ্গে বইছে ঠাণ্ডা বাতাস। এতে তাপমাত্রার সঙ্গে গরমের প্রভাবটাও কমে আসছে। তবে সবার মধ্যে ফণী আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৩ মে) সকাল পৌনে ১০টায় দিকে ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত শুরু হয়।

১০ মিনিটি পর বৃষ্টি থেমে রোদের দেখা মেলে। তবে আকাশে মেঘ ছোটছুটি করছে।

সকালে কর্মক্ষেত্রে বের হতে অনেককেই বেগ পেতে হয়েছে। বৃষ্টি প্রস্তুতি না থাকায় অনকেকেই ভিজতেও দেখা গেছে।

আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দেশজুড়ে ঘূর্ণিঝড় শুরু হতে পারে বলে।

সন্ধ্যা থেকে খুলনা ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এই সময় থেকে পুরো দেশজুড়ে কম-বেশি ঘূর্ণিঝড় হবে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, সকালে ভারতের ওড়িশার পুরীতে প্রবল শক্তিতে ফণী আঘাত হেনেছে।

এরপর আস্তে আস্তে ফণির শক্তি কমে আসবে এবং মধ্যরাতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে আঘাত আনবে।

তিনি জানান, ফণীর অগ্রগতি অংশের প্রভাবে রাজধানীসহ বিভিন্নস্থানে শুরু হয়েছে বৃষ্টি। রাজধানীতে বৃষ্টির স্থায়িত্ব স্বল্প হলেও অন্যান্য জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

কালের আলো/ওআর/ এমএইচএ