তবুও প্রধানমন্ত্রীর মন পড়ে আছে দেশেই
প্রকাশিতঃ 9:03 am | May 05, 2019
এম.আব্দুল্লাহ আল মামুন খান, অ্যাকটিং এডিটর, কালের আলো:
ডান চোখের অপারেশনের জন্য লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তাঁর মনটি যেন পড়ে রয়েছে নিজ দেশেই। বিশেষ করে সুপার সাইক্লোন ফণী’র আঘাতে নিজ দেশের মানুষের ব্যাপক প্রাণহানি ঠেকানো ও তাদেরকে আগাম সরিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধু কন্যার সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা ‘টনিক’ হিসেবে কাজ করেছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যেতে দলীয় নেতা-কর্মীদের জরুরি নির্দেশনাও দিয়েছেন। যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান সব মহলেই ব্যাপক সাড়া ফেলেছে। এমনিতেই ফণী’র মতো ভয়াল প্রাকৃতিক দুর্যোগের সময় দেশেই নিজের চোখের অপারেশন করতে বদ্ধপরিকর ছিলেন তিনি।
কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক ও ঘনিষ্ঠ স্বজনদের পরামর্শে অনেকটা নিজের ইচ্ছার বিরুদ্ধেই যেতে হয়েছে প্রধানমন্ত্রীকে। কিন্তু সেখানেও সর্বাগ্রে তাঁর কাছে গুরুত্ব পেয়েছে দেশের ক্ষতিগ্রস্ত উপকূল।
কখন কী করতে হবে, কীভাবে আগাম ব্যবস্থা গ্রহণ করতে হবে, কাকে কোন দায়িত্ব পালন করতে হবে, ক্ষয়ক্ষতি কীভাবে মোকাবেলা করতে হবে সব পথই যেন বাতলেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সার্বক্ষণিক পুরো বিষয়টি নজরে রেখেছেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। দেশের মানুষের প্রতি পিতা মুজিবের মতোই এমন গভীর মমত্ববোধ ও অফুরান ভালোবাসার কারণেই আকাশছোঁয়া জনপ্রিয়তার অধিকারী হয়েছেন। গড়েছেন হ্যাট্টিক প্রধানমন্ত্রীর ইতিহাসও।
নিজের প্রশ্নাতীত নেতৃত্বের কারিশমায় চারবার নিজ দল আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন। নিষ্ঠার সঙ্গে দেশ ও মানুষের উন্নয়নের কাজে নিজেকে পুরোপুরি নিবেদিত রেখেছেন। আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের খসড়া ঘোষণাপত্রে তাকে দলের ‘প্রধান সম্পদ’ হিসেবে উপস্থাপন করা হয়েছিলো।
প্রায় চার দশকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ক্ষমতার পাদপ্রদীপে থেকেও একেবারেই সাদামাটা, অনন্য সাধারণ শেখ হাসিনা। গণহত্যার শিকার মিয়ানমারের ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে বিশ্বসভায় নিজ দেশকে পরিচিত করেছেন এক মানবতাবাদী দেশ হিসেবে।
এ কারণেই ব্রিটিশ গণমাধ্যম তাকে আরো আগেই বলেছে ‘মানবতার মা’। দারিদ্র্য দূরীকরণ নিজ দেশকে করেছেন বিশ্ব মডেল। শান্তিতে নোবেলজয়ী কলম্বিয়ার প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল সান্তোস তাকে দিয়েছিলেন ‘বিশ্বমানবতার বিবেক’ অভিধা।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে লিখেছিলো এমন- ‘শেখ হাসিনার হৃদয় বঙ্গোপসাগরের চেয়েও বিশাল, যেখানে রোহিঙ্গাদের আশ্রয়ে কার্পণ্য নেই।’
দুর্যোগ প্রতিরোধে গোটা বিশ্বেই উদাহরণ বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করিয়েছে দেশকে। ফণী’র মতো শক্তিশালী ঘূর্ণিঝড় মোকাবেলায় গত ক’দিনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর কর্মতৎপরতা প্রশংসা কুড়িয়েছে।
দেশ ও মানবতার স্বার্থে শেখ হাসিনা অকুতোভয় বলেই মনে করেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে সেনাবাহিনীর সকল পর্যায়ে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। মাধ্যম আয়ের দেশের স্বীকৃতি পাওয়া, সন্ত্রাস নির্মূল, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক মুক্তিসহ সব মিলিয়ে বঙ্গবন্ধু কন্যার সাফল্য বিশ্বময়।’
২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৫ ঘণ্টা ঘুমান আর বাকি সময় দেশ ও জনগণের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী। সারাক্ষণ একটিই চিন্তা দেশ ও মানুষের উন্নয়ন। খুব ভোরে ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ নামাজ আদায় করে দৈনন্দিন কার্যক্রম শুরু করেন।
কখনোই দামি ব্র্যান্ডের কাপড় পরেন না। প্রসাধনও ব্যবহার করেন একেবারেই সাধারণ। পাটের জুতা ও ব্যাগ ব্যবহার করেন। জামদানির মতো দামি শাড়ি পরলেও সেটার দাম ছয় হাজারের মধ্যে। যা স্পর্শ করেন তাই তাঁর হাতের ছোঁয়ায় সোনা হয়ে যায়।
নিজ দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: দীপু মনি’র একটি জনপ্রিয় উক্তি রয়েছে ‘বঙ্গবন্ধুকে স্বাধীনতার আর শেখ হাসিনা উন্নয়নের কবি।’ সাবেক এ পররাষ্ট্রমন্ত্রীর মূল্যায়ন এমন- ‘শেখ হাসিনা স্বপ্নবাদী, অনুসরণীয় একজন নেতা এবং রাষ্ট্রনায়ক।
তিনি দেশকে দীর্ঘমেয়াদী ভিশন ও লক্ষ্যের দিকে ধাবিত করেছেন। এই জাতি ও মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। দেশ তাঁর নেতৃত্বে মধ্যমেয়াদী ভিশন-২০২১ দিকে এগিয়ে যাচ্ছে ও দীর্ঘমেয়াদী ২০৪১ দিকেও এগিয়ে যাবে।’
বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৫ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ শেখ হাসিনা। কমপক্ষে ১৯ বার তাকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা হয়েছে। শত বাধা-বিপত্তি এবং হত্যার হুমকিসহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য অবিচল থেকে সংগ্রাম চালিয়ে গেছেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্য রয়েছে বাংলাদেশের। গত ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশকে সম্প্রীতির মডেল হিসেবে দাঁড় করানোর পাশাপাশি শান্তি ও সৌহার্দ্যরে বন্ধনও সুদৃঢ় হয়েছে।
গত বছরের শেষের দিকে আশুলিয়ায় আন্তর্জাতিক বৌদ্ধ শান্তি সম্মেলনে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীও এই কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীকেই।
তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময় দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন-রাত কাজ করে যাচ্ছে।’
শেখ হাসিনার প্রজ্ঞা, অভিজ্ঞতা, দক্ষ ও গতিশীল নেতৃত্বে দারিদ্র্যতার শৃঙ্খল ভেঙেছে। স্বচ্ছলতার পথে হাঁটছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। দুর্নীতি স্পর্শ করেনি, বিদেশে কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই। নেই উল্লেখ করার মতো সম্পদও। বিশ্বে এমন সৎ ৫ সরকার প্রধানের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান তৃতীয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভিশনারি কর্মসূচি ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে মনোযোগ দিয়েছেন বলে নিজেই জানিয়েছেন। বাবা বঙ্গবন্ধুর মতোই সাধারণের অতি আপন তিনি। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা প্রধানমন্ত্রী প্রায় সময়েই বলেন, ‘একটা মানুষ কষ্টে থাকবে না, একটা মানুষ না খেয়ে থাকবে না, একটা মানুষ গৃহহীন থাকবে না।’
পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে রাতভর জেগে থাকেন প্রধানমন্ত্রী। সমাজে তৃতীয় লিঙ্গের যে মানুষদের অচ্ছুত হিসেবে দেখা হয় তাদেরকেও অনায়েসেই বুকে টেনে নেন তিনি। কোন অহং বা আমিত্ব নেই তাঁর মাঝে। বিরল সব গুণাবলী শিখেছেন বাবা’র কাছ থেকেই।
নিভৃতেই হাজার হাজার অসহায় কর্মীর ও তাদের সন্তানের পড়াশুনার খরচ তিনি চালিয়ে যান। তিনিই দেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি সাধারণ রোগীর মতোই ১০ টাকায় টিকিট কেটে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন।
অতীতেও পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কেটে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করেও নজির স্থাপন করেছিলেন। সেই সময়েও তিনি অন্যদের মতো কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে টিকিট কাটেন এবং স্বাস্থ্য পরীক্ষা করান।
‘কর্মে বীর, চিন্তায় ধীর ও স্বদেশপ্রেমে অধীর প্রধানমন্ত্রী’ এমন মন্তব্য করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। তিনি বলেন, ‘দেশকে মাদক ও জঙ্গিবাদমুক্ত করতে প্রধানমন্ত্রী যুদ্ধ ঘোষণা করেছেন। সেই কাজ বাস্তবায়ন করছে পুলিশ।’
চোখের অপারেশনের জন্য দেশের বাইরে গিয়ে দুর্যোগের মুখে পড়া উপকূলের মানুষজনের জন্য মন কাঁদে প্রধানমন্ত্রীর। অস্থির হয়ে থাকেন কখন ফিরবেন? সেই কথা জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘লন্ডন থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক সব মনিটরিং করছেন।’
চুড়িহাট্টার অগ্নিকান্ডের রাতে নির্ঘুম থাকেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পথ দেখান। প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক তদারকির সেই বার্তাটি ওই সময় দেশাবাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী।
সেই সময়ে তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়টি সারাক্ষণ খোঁজখবর রাখছেন। বিষয়টি নিয়ে আমার সঙ্গে (প্রধানমন্ত্রী) কয়েকবার কথা বলেছেন। এখানে রোগীরা কেমন আছেন সে বিষয়ে জানতে চেয়েছেন। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ করার জন্য তিনি আমাদের সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন।’
‘নিজের সুদৃঢ় মনোবল, সাহসী নেতৃত্ব, তাৎক্ষণিতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সবকিছুর উর্ধ্বে উদার মানবিক দৃষ্টিভঙ্গি মুজিব কন্যা শেখ হাসিনা দেশের পাশাপাশি বিদেশেও নিজেকে করে তুলেছেন তুমুল জনপ্রিয়।
তিনি দেশের শক্তি ও সম্পদ দু’টোই’ বলছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
কালের আলো/এএএমকে