চট্টগ্রামে বিস্ফোরণ-হাতাহাতিতে ছাত্রলীগের সম্মেলন পণ্ড

প্রকাশিতঃ 6:45 pm | February 27, 2018

কালের আলো রিপোর্ট:

দলীয় কোন্দলের রেশে ককটেল বিস্ফোরণ আর বিভিন্ন পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতিতে ভন্ডুল হয়ে গেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রাম ইঞ্জিনিয়িার্স ইন্সটিটিউট মিলনায়তনে ছাত্রলীগের সম্মেলনে এ ঘটনা ঘটে। এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিতি ছিলেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী, রাঙ্গুনিয়ার সাংসদ হাছান মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

জানা যায়, সম্মেলন চলাকালে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাকিব হোসেন সুইম বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানস্থলের বাঁ পাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছু পরেই পেছনের দিক থেকে বিভিন্ন স্লোগানের পাশাপাশি শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি।

এ পরিস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট এলাকায় পুলিশ ও র‌্যাবের উপস্থিত বাড়ানো হয়। বেলা ১টার দিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ অতিথিরা সম্মেলনস্থল ত্যাগ করেন। এরপর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের আশপাশের সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় ছাত্রলীগ কর্মীরা।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বলেন, সংগঠনে জামায়াত-শিবিরের অনুপ্রবেশকারীরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান সুমন বলেন, ৩৬৬ জন কাউন্সিলরের ভোটের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি পদে নির্বাচন হওয়ার কথা ছিলো। এজন্য ৬০ জন পদপ্রত্যাশীর নামও চূড়ান্ত করা হয়েছিলো। কিন্তু বিশৃঙ্খলার কারণে এ উদ্যোগ ভেস্তে গেছে।

 

কালের আলো/এমএস