আওয়ামী লীগকে সমর্থন দিয়েও পরিণামে কিছুই পাই নি: এরশাদ
প্রকাশিতঃ 11:32 pm | February 27, 2018
কালের আলো রিপোর্ট:
আওয়ামী লীগকে সমর্থন দিয়ে কিছুই পাননি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
মঙ্গলবার বিকালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার শহীদ মোস্তফা খেলার মাঠে মঠবাড়িয়া উপজেলার জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বলেন, জাতীয় পার্টি সমর্থন না দিলে বা গত ১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচন না করলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না। আমাদের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কিন্তু আওয়ামী লীগকে সমর্থন দিয়েও আমরা পরিণামে কিছুই পাই নাই। একুশ বছর ক্ষমতার বাইরে থাকার পর জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এ কথা ভুলে যাবেন না।
তিনি বলেন, দেশের জনগণ বিএনপি ও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছে কিন্তু শান্তি শৃঙ্খলা কোনো কিছুই বাস্তবায়িত হয়নি। দেশের জনগণ পরবর্তন চায়। আর সে পরিবর্তন দিতে পারে জাতীয় পার্টি। আমি রক্ত হানাহানি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ভালোবাসায়।
তিনি আরো বলেন, এক সময় ছিল আমাকে নির্বাচন করতে দেয়া হয় নাই, আমি কারাগারে ছিলাম। আমার দলের বহু নেতা ও কর্মী জেল হাজতে ছিল কিন্তু জাতীয় পার্টি ধ্বংস হয় নাই। অনেকে মনে করেছিল জাতীয় পার্টি আর দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা এখনো টিকে আছি।
আওয়ামী লীগের উদ্দেশে এরশাদ পুনরায় বলেন, আজকে আমাদের দলের জনসভায় বিভিন্ন স্থানে নেতাকর্মীকে আসতে দেয়া হয়নি, আটকে রাখা হয়েছে, মারপিট করা হয়েছে। এজন্যই কি আমার দল আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল। এসময় আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং মঠবাড়িয়া আসনের বর্তমান এমপি রুস্তম আলী ফরাজীকে জাতীয় পার্টির প্রার্থী করা হবে বলে ঘোষণা দেন এরশাদ। তিনি এসময় জাতীয় পার্টির পক্ষে ভোটও চান।
মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাজমুল হাসান কবিরের সভাপতিত্বে পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, জেনারেল সেক্রেটারি রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সরকারের বন ও পরিবেশমন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, সদ্য জাতীয় পার্টিতে যোগদানকৃত মঠবাড়িয়া স্বতন্ত্র এমপি রুস্তম আলী ফরাজী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এরশাদ বর্তমান সরকারের তিন মন্ত্রীসহ নিজের হেলিকপ্টারে বিকাল ২টায় মঠবাড়িয়া আসেন।
কালের আলো/এমএস