তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৭০ জনের মৃত্যু

প্রকাশিতঃ 10:35 am | May 11, 2019

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে ৭০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে,ভূমধ্যসাগরের উপকূলে ডুবে যাওয়া নৌকার সবাই ছিল অভিবাসী প্রত্যাশী। তাদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মর্মান্তিক ওই নৌকাডুবির পর অভিবাসীদের উদ্ধারে একটি মাছ ধরার নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিউনিসিয়ার নৌবাহিনী।

তারা ১৬ জনকে জীবিত উদ্ধার ও তিনজনের লাশ উদ্ধার করেছে। অন্যদের উদ্ধারেও তৎপরতা চালানো হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৭০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

তবে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, এ ঘটনায় অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে।

ধারণা করা হচ্ছে, নৌকাডুবির শিকার যাত্রীরা আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন।

জীবন-জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসছেন অসংখ্য শরণার্থী। আর উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন ।

কালের আলো/এনএম/আরএ