নতুন রাজনৈতিক দলগুলোর যেমন প্রতীক আকাঙ্খা

প্রকাশিতঃ 4:26 pm | March 01, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো :

নতুন নতুন একেকটি রাজনৈতিক দল। নতুন নিবন্ধন চাওয়া এসব দল অভিনব ও স্পর্শকাতর একেকটি প্রতীক চেয়ে আবেদন করেছে নির্বাচন কমিশনে (ইসি)। অথচ নির্বাচন কমিশনের (ইসি) তালিকাতেই নেই এসব প্রতীক।

আবার একই প্রতীক চেয়ে আবেদন করেছে এমন একাধিক দলও রয়েছে। দলগুলোর এমন প্রতীক আকাঙ্খায় বেশ বিপাকেই পড়েছে নির্বাচন কমিশন। এসব দলগুলোর আবেদনের কাগজের প্রেক্ষিতেই এসব তথ্য জানা গেছে।

জানা যায়, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গত বছরের ৩০ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৭৬ টি নতুন দল এ সময়ের মধ্যে কমিশনের কাছে আবেদন করে। এ সময় তারা একেকজন ‘অভিনব’ সব দলীয় প্রতীক চেয়ে আবেদন করে। বেশিরভাগ দলগুলোর আবেদনের তথ-উপাত্তে উঠে এসেছে এমন চিত্রের।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচনে জন্য ৬৪ প্রতীক সংরক্ষণ রয়েছে। ৪০ টি প্রতীক নিবন্ধিত ৪০ টি রাজনৈতিক দলের এবং বাদ বাকী ২৪ টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীক থেকেই নতুন দলগুলোকে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

জানা গেছে, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন দলীয় প্রতীক চেয়ে আবেদন করেছে ইসলামিক গাজী নামের একটি দল। চাঁদ প্রতীক চেয়ে আবেদন করেছে বাংলাদেশ শান্তির দল নামের নতুন রাজনৈতিক দল।

আবার বিএনপি’র নির্বাচনী প্রতীক ধানের শীষের সঙ্গে মিলে যায় গমের শীষ ও গমের ছড়া চেয়ে আবেদন করা একাধিক দলও রয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঐতিহ্যবাহী নির্বাচনী প্রতীক নৌকার আদলে পানির জাহাজ চেয়ে আবেদন করেছে লিবারেল পার্টি (এলপি)।

সিংহ প্রতীক চেয়ে আবেদন করেছে বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) ও বাংলাদেশ জাতীয় লীগসহ কয়েকটি রাজনৈতিক দল।

দেখা গেছে, বিএনপি’র নির্বাচনী প্রতীক ধানের শীষের আদলে গমের শীষ ও গমের ছড়া চেয়ে আবেদন করেছে বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ তৃণমূল কংগ্রেস। আগের নির্বাচন কমিশন বিএনপি’র তীব্র আপত্তির মুখেও দলটির সাবেক মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বিএনএফকে একই রকম প্রতীক বরাদ্দ দিয়েছিল।

প্রতীক বরাদ্দের আবেদনের বিষয়ে লিবারেল পার্টির (এলপি) চেয়ারম্যান এইচ.এম.এম.ইরফান বলেন, ইসির শর্ত পূরণ করেই আমরা পানির জাহাজ দলীয় প্রতীক চেয়ে আবেদন করেছি। আমরা আশাবাদী এ প্রতীক আমাদের বরাদ্দ দেয়া হবে।

এসব বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলাল উদ্দিন জানান, নিবন্ধনের জন্য ৭৬ টি রাজনৈতিক দল আবেদন করেছে। অনেক দল ধর্মীয় প্রতীক বরাদ্দ চেয়েছে আবার কোন কোন দল দেশের দু’টি বড় রাজনৈতিক দলের প্রতীক সদৃশ প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন করেছে।

 

কালের আলো/এসআর/এমএ