নেত্রকোনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা

প্রকাশিতঃ 9:39 pm | May 16, 2019

কালের আলো প্রতিবেদক:

নেত্রকোনার কলমাকান্দায় মেয়াদবিহীন, অন্য প্রতিষ্ঠানের মোড়কে আবৃত খাবার অনুপযোগী রং এবং ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি করায় এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার(১৬ মে) উপজেলার কলমাকান্দা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেত্রকোণা জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, কলমাকান্দা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গৌতম কুমার সেন উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ভোক্তা সাধারণের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট ও পাম্পলেট বিতরণ করে গণশুনানির আয়োজন করা হয়।

কালের আলো/এআর/এ