বল হাতে দারুণ ছন্দে মাশরাফি

প্রকাশিতঃ 3:59 pm | March 02, 2018

কালের আলো ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে বল হাতে দারুণ ছন্দে মাশরাফি বিন মর্তুজা। উইকেট নেওয়াটা যেন ছেলেখেলা বানিয়ে ফেলেছেন। মাশরাফি বোলিংয়ে মানেই উইকেটের উপলক্ষ। নির্ভার থাকে দল। তেমনই আরেকটি চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করলেন ‘নড়াইল এক্সপ্রেস’।

শুক্রবার (২ মার্চ) বিএসপিতে সপ্তম রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন মাশরাফি। ৯.২ ওভারে রান দিয়েছেন ৪১। এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সাত ম্যাচে তার নামের পাশে ১৯টি উইকেট। এর মধ্যে দুই ম্যাচে উইকেট পাননি।

শেষ ওভারে ৪ বল বাকি থাকতে প্রাইম ব্যাংক ইনিংসের সমাপ্তি টানেন মাশরাফি। দু’টি করে উইকেট নিয়েছেন সাকলাইন সজীব ও ভারতের মানপ্রীত গনি। অধিনায়ক নাসির হোসেন নেন একটি।

টানা ছয় ম্যাচ জিতে উড়তে থাকা মাশরাফি-নাসিরের আবাহনীর সামনে ২৪৭ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ৮৪ রান আসে আল আমিনের ব্যাট খেকে। উদীয়মান জাকির হাসান ৬২ রানে বিদায় নেন। ভারতের ইউসুফ পাঠান ২৮ রান করে আউট হন।

 

কালের আলো/ওএইচ