খাদ্যে ভেজাল, খালিয়াজুরীর তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিতঃ 9:30 pm | May 18, 2019

কালের আলো প্রতিবেদক:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযানে নেত্রকোনার খালিয়াজুরীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার(১৮ মে) উপজেলার লিপসিয়া বাজার এলাকায় অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্য পণ্যে নিষিদ্ধ হাইড্রোজ মিশ্রিত করার অপরাধে গাউসিয়া মর্তুজা ভান্ডারী হোটেলকে ১০০০০ টাকা এবং ভুট্টু মিয়ার হোটেলকে ৮০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া শাহীন ব্রাদার্সকে খাবার অনুপযোগী রংযুক্ত আইসক্রিম বিক্রির জন্য ১০০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেত্রকোণা জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, খালিয়াজুরী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফজলুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

কালের আলো/আরএ/এমএম