‘ক্ষমতার রাজনীতিতে এরশাদ, ময়মনসিংহের রাজনীতিতে রওশনই শেষ কথা’

প্রকাশিতঃ 1:36 pm | March 03, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

ক্ষমতার রাজনীতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম.এরশাদ ও ময়মনসিংহের রাজনীতিতে দলটির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ এমপিই শেষ কথা বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের দলীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি।

তিনি বলেন, ক্ষমতার রাজনীতিতে এরশাদ কিংবদন্তি। তিনি ক্ষমতার নিয়ামক শক্তি। আ’লীগ বিএনপি কেউ আমাদের বন্ধু নয়। ক্ষমতার রাজনীতিতে জাতীয় পার্টিকে সবাই সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়।

দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এমপি মুক্তি বলেন, রওশন এরশাদের হাত ধরেই ময়মনসিংহ বিভাগ বাস্তবায়িত হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ড হয়েছে। শম্ভুগঞ্জ সেতুর ওপর একাধিক সেতু হচ্ছে। ময়মনসিংহে অর্থনৈতিক জোন হচ্ছে। আমাদের নেত্রী ময়মনসিংহের উন্নয়নের রূপকার।

শুক্রবার (০২ মার্চ) রাতে ময়মনসিংহ নগরীর ৩ নং ওয়ার্ডের জাতীয় পার্টির উদ্যোগে এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ। স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি শামসু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম অর্থ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, সদর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলী, জেলা যুব সংহতির সভাপতি আফজাল হোসেন হারুন, জেলা ছাত্র সমাজের আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাদশা মিয়া।

প্রধান বক্তার বক্তৃতায় ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ বলেন, রওশন এরশাদ ক্ষমতার অংশীদার হলে ময়মনসিংহের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওশন এরশাদের অনুরোধে ময়মনসিংহ বিভাগ দিয়েছেন। জাতীয় পার্টির সমর্থন নিয়ে আ’লীগ ৩ বার সরকার গঠন করেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি জাতিকে সংঘাতময় পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন।

 

কালের আলো/এসএম