জাফর ইকবালকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে আ’লীগের বিক্ষোভ
প্রকাশিতঃ 9:18 pm | March 03, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন।
মিছিলটি নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শামীম, সাব্বির আহমেদ চৌধুরী মিরন, এ্যাড. ইমদাদুল হক সেলিম, মহিলা নেত্রী ড. সেলিনা রশিদ, সৈয়দা রোকেয়া আনসারি শিখা, জেসমিন আরা মিনু, ত্রিশাল উপজেলা আ’লীগ নেতা ইকবাল হোসেন, বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকার প্রমুখ।