কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
প্রকাশিতঃ 4:17 pm | March 04, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টায় নগরীর গাঙ্গিনারপাড়স্থ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আন্দোলনকারীদের দাবিগুলো হচ্ছে- কোটাব্যবস্থা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদে মেধায় নিয়োগ দেওয়া, নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা নির্ধারণ করা।
তারা বলেন, দেশের মাত্র তিন শতাংশ মানুষের জন্য ৫৬ শতাংশ কোটা বিদ্যমান রয়েছে। ৫৬ শতাংশ কোটা রাখার কারণে প্রকৃত যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। মেধাবীদের জন্য দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গা নিশ্চিত করতে কোটাব্যবস্থা সংস্কার করতে হবে।
কালের আলো/ওএইচ