জুনের মধ্যেই ওয়েজবোর্ড বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত
প্রকাশিতঃ 2:16 pm | May 30, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
৩০ জুনের মধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ- ২০১৮ পরীক্ষা-নিরীক্ষা বৈঠক শেষে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়ে আলাপ-আলোচনা করেছি। আসলে বিষয়টি অনেক আগেই আমরা সমাধান করতে পারতাম। এ বিষয়ে আরও আগে ঘোষণা করতে পারতাম। আমাকে সভাপতি করার পর একটি মিটিং করার সুযোগ পেয়েছিলাম। এরপর আমি অসুস্থ হয়ে পড়ি।’
তিনি বলেন, ‘আমরা ঐক্যমতে পৌঁছেছি যে এই বিষয়টি আর ঝুলিয়ে রাখা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব সমাধান করে সবার কাছে গ্রহণযোগ্য একটা ঘোষণা আমরা দেবো। ঘোষণার আগে সব অংশীজনদের সঙ্গে আমরা যৌথ সভা করবো। আগামী ১২ জুন সকাল ১১টায় তথ্য মন্ত্রণলায়ের সম্মেলনে কক্ষে যৌথ সভাটি করবো।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
কালের আলো/এমআর/এএম