দেশের কোথাও ধানক্ষেতে আগুনের ঘটনা ঘটেনি: নৌ প্রতিমন্ত্রী
প্রকাশিতঃ 10:10 pm | May 31, 2019
কালের আলো প্রতিবেদক:
দেশের কোথাও ধানক্ষেতে আগুনের ঘটনা ঘটেনি বরং এটা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, আমরা যখন উন্নয়নের মহাসড়কে উঠছি। ঠিক সেই সময় বিএনপি নামের একটি ব্যর্থ রাজনৈতিক দল কৃষকের ধানের দাম নেই কথা বলে ধানক্ষেতে আগুন দেয়ার মিথ্যা ছবি প্রচার করে মিথ্যাচার করছে।
‘বাংলাদেশে কোন কৃষক কেথাও ধানক্ষেতে আগুন ধরিয়ে আবাদ পুড়িয়ে দেন নাই। আমরা বগুড়ার কথা শুনে সেখানে গিয়ে ধানক্ষেতে আগুন লাগার কোন ঘটনা খুঁজে পাইনি।’
শুক্রবার (৩১ মে) দিনাজপুর জেলার বিরল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, দায়িত্বপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ মানুষগুলোর মধ্যে মতের অমিল থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। উন্নয়নকে তরান্বিত করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, অনন্তকাল চেষ্টা করেও একজন বঙ্গবন্ধু পাওয়া যাবে না। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানুষের দোরগোড়ায় সেবার বার্তা নিয়ে পৌঁছানোই হচ্ছে আওয়ামী লীগের লক্ষ্য। আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেবার মন্ত্রে উজ্জীবিত হয়েছি।
তিনি বলেন, শুধু পাসের হার বাড়ালেই হবে না একইসঙ্গে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও মাল্টি মিডিয়া ক্লাস প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে রয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে, অন্যথায় বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারব না।
সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরল উপজেলার ১ নম্বর আজিমপুর ইউনিয়ন পরিষদের উত্তর শ্যামপুর (কাঠালতলী) গ্রামে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন, ১২ নম্বর রাজারামপুর ইউপির মেধা কান্দর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্র, রাজারামপুর ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর, পূনর্ভবা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের তিনতলা নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনসহ বেশকিছু উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরের স্থাপন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে তিনি এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সুধী সমাবেশে পূনর্ভবা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মেজবাহুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম, পুলিশ সুপার (এসপি) সৈয়দ আবু সায়েম, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম রওশন কবীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
কালের আলো/এনএ/এমএম