বিএসএমএমইউ থেকে পেট্রোল বোমা উদ্ধার
প্রকাশিতঃ 4:08 pm | June 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৬ জুন) ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলা থেকে বোমাটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রার রুমের সামনে একটি কাচের বোতলে পেট্রোল ভরা দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, আমরা খবর পেয়ে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছি। আসলে পেট্রোল বোমা কিনা? এবং কারা কী কারণে রেখেছিল তা তদন্তে বেরিয়ে আসবে।
কালের আলো/এনবি/এমএইচএ