নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়ায় ঈদ উদযাপন করলেন তথ্যমন্ত্রী
প্রকাশিতঃ 6:14 pm | June 06, 2019
কালের আলো প্রতিবেদক:
নিজ নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়ার নিজ বাড়ি ‘সুখ বিলাস’-এ ঈদের দিন স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৫ জুন) সকালে সুখ বিলাস জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মন্ত্রী। পরে বাবার কবর জিয়ারত করেন তিনি।
তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ বলেন, সকাল থেকে রাত অবধি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মন্ত্রী। এসময় সবাইকে মিষ্টি, পায়েস, পোলাও দিয়ে আপ্যায়ন করা হয়।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল থেকে নগরের দেওয়ানবাজার এলাকার বাসায় তথ্যমন্ত্রী সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। চলেছে আপ্যায়নও।
কালের আলো/বিএন/এমএম