পাটের তৈরি শাড়ি, ভ্যানেটি ব্যাগ প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ 11:34 pm | March 06, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

আবারো পাটের শাড়ি পরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাতেও ছিল পাটের ব্যাগ। পায়ের জুতাও ছিল পাটের তৈরি। এভাবেই মঙ্গলবার (০৬ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ স্লোগান নিয়ে পাটমেলায় দেখা গেলো বঙ্গবন্ধু কন্যাকে।

মূলত পাটজাত দ্রব্য ব্যবহারে সবাইকে উৎসাহিত করতেই বরাবরের মতো এবারো এমন চেহারাতেই দেখা মিলেছে প্রধানমন্ত্রীর। গতবারও জাতীয় পাট পণ্য মেলার উদ্বোধনী দিনে একইভাবে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে।

নিজের ভ্যানিটি ব্যাগটিও সকলের সামনে প্রর্দশন করে প্রধানমন্ত্রী বলেন, এটাও পাটের তৈরি। এটা কিন্তু বিদেশি কোনো ব্র্যান্ডের নয়। বাংলাদেশেই এই ব্যাগ তৈরি হয়েছে। এ ছাড়া মঞ্চে ও মঞ্চের সামনে যারা বিশেষ ধরনের ব্লেজার পরে বসে আছেন সেগুলোও পাটের তৈরি।

প্রধানমন্ত্রী বলেন, এখানে উপস্থিত বোনেরাও এ ধরনের ভ্যানিটি ব্যাগ ব্যবহার করতে পারেন। আর ভাইয়েরা তাদের বউদের শখ করে কিনে দিতে পারেন। তিনি বলেন, পাট এমন একটি পণ্য যে বিশ্বের দামী মার্সিটিজ গাড়ি তৈরি করতেও পাটের ব্যবহার হয়। তিনি বলেন, আগে তো পাটের শাড়ি ছাড়া বিয়ে হতো না।

বঙ্গবন্ধু কন্যা বলেন, পাকিস্তানিরা আমাদের পাট বিক্রি করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করতো। তারা পাটকে ধ্বংস করার জন্য কৃষকদের বঞ্চিত করতো। তাদেরই প্রেতাত্বারা যারা বাংলাদেশে আছে তারাও ক্ষমতায় গিয়ে রাজাকার নিজামীকে শিল্পমন্ত্রী-কৃষিমন্ত্রী বানিয়ে আরেক দফা এই পাটকে ধ্বংস করেছে। আমরা ক্ষমতায় আসার পর পাটকে এবং পাট চাষীদের বাঁচানোর জন্য নানা ধরনের উদ্যেগ গ্রহণ করি।

প্রধানমন্ত্রী আরো বলেন, পাটের বহুমুখী ব্যবহার একটি বড় সম্পদ। এটা ব্যবহার করে নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। এ ছাড়া এসব পণ্য রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য নতুন নতুন বাজার খুঁজতে হবে। তিনি বলেন, পাট নিয়ে গবেষণার ফলে অনেক নতুন নতুন অকর্ষণীয় পণ্য উৎপাদন হচ্ছে।

জাতীয় পাট দিবসে পাট পন্যের ব্যবহার বাড়ানো এবং দেশ ও বিদেশের বাজারে পাট ও পাটপন্য রপ্তানি বাড়ানোকে লক্ষ্য রেখে সারাদেশে দিবসটি উদযাপন করা হচ্ছে। পাট দিবস উপলক্ষে রাজধানীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। পাট পণ্যের বহুমুখি ব্যবহারকে নানা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

 

কালের আলো/ওএইচ