রাজধানীর শনির আখড়ায় এসি বিস্ফোরণে নিহত ১, আহত ১২

প্রকাশিতঃ 11:58 am | June 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

রাজধানীর শনির আখড়ায় একটি আবাসিক ভবনে এয়ারকন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তিনতলা বিশিষ্ট ওই ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের কারণে দেয়াল ভেঙে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফরিদ উদ্দিন (৫০) নামে এক টুপি ব্যবসায়ী।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। খুব সম্ভবত ওই ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ভবনের দেওয়াল ধসে পড়ে অনেকে আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বার্তা২৪.কমকে বলেন, শনির আখড়ায় এসি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২ জন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

অন্যদিকে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। পুলিশের একাধিক সদস্য স্পটে গিয়েছেন। এ ঘটনায় হতাহত আছে, এখনো বিস্তারিত জানতে পারেনি।

কালের আলো/আরএম/এমএম