চাকায় পিষে মারা আলম এশিয়ার সেই ঘাতক চালক আটক
প্রকাশিতঃ 4:58 pm | June 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে সালাউদ্দিন (৩৫) নামে এক যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষে মারা আলম এশিয়া বাসের সেই ঘাতক চালক রোকন উদ্দিনকে আটক করেছে গাজীপুর জেলা পুলিশ।
সোমবার(১০ জুন) ময়মনসিংহের ধোবাউড়ার সীমান্তবর্তী এলাকা থেকে ঘাতক চালককে আটক করা হয়।
বিষয়টি কালের আলো’কে নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
তিনি জানিয়েছেন, পিষে হত্যার পর বাস রেখে পালিয়ে ধোবাউড়ায় আত্মগোপন করে চালক। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
এর আগে রোববার (৯ জুন) সকালে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী সালাউদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষে মারে আলম এশিয়ার একটি বাস।
সালাউদ্দিন তার স্ত্রীকে নিয়ে ফুলপুর থেকে গাজীপুরে আসছিলেন। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর স্ত্রীকে না নামিয়েই বাস টান দিতে চাইলে সালাউদ্দিন গাড়ির সামনে দাঁড়িয়ে থামাতে বলেন, কিন্তু বেপরোয়া চালক তার ওপর দিয়েই চালিয়ে দেন বাস।
কালের আলো/আরএম/এমএইচএ