সেনাপ্রধানের সাথে তানজানিয়ার এনডিসি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিতঃ 7:44 pm | June 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তানজানিয়া ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) টিমের একটি প্রতিনিধি দল।

সোমবার (১০ জুন) বাংলাদেশ সেনাবাহিনী সদর দফতরে রাষ্ট্রদূত পিটার অ্যালন কালাহির নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকার পরিচালকের পক্ষে সহকারী পরিচালক রাশেদুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৮ সদস্যের তানজানিয়া এনডিসি টিম গতকাল রোববার (৯ জুন) সাতদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছে।

কালের আলো/আরএম/এমএইচএ