পতাকার রং নিয়ে সমালোচনা

প্রকাশিতঃ 2:02 pm | March 09, 2018

কালের আলো ডেস্ক:

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সবসময়ই দর্শকরা অনেক আগ্রহী। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের আগ মুহূর্তে খুব টানটান উত্তেজনায় ছিলো তখন টাইগার সমার্থকরা। একটু পরেই শক্তিশালী ভারতে মুখোমুখি বাংলাদেশ। তার আগে জাতীয় সঙ্গীতের জন্য মাঠে সার বেঁধে দাঁড়ালো ভারত ও বাংলাদেশের খেলোয়াড়রা।

কলম্বোর সবুজ মাঠে তখন শুরু হলো জাতীয় সঙ্গীত। ভারতের খেলোয়াড়দের পর শুরু হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। টাইগারদের জাতীয় সঙ্গীত শ্রবণ করার সময় হঠাৎ ক্যামেরায় ধরা পড়লো বাংলাদেশের জাতীয় পতাকা। কিন্তু টাইগারদের পিছনে এ কেমন পতাকা?

গাঢ় সবুজের মাঝে লাল উদিত সূর্য নেই! লাল সূর্য উদিত হয়েছিলো নীলের মাঝে। সবুজটা যেন হারিয়ে গিয়েছিলো পতাকার থেকে।

শুরুতে এটাকে টেলিভিশনের সমস্যা বলে ধরা হয়েছিলো। এরপরই নিশ্চিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই শেয়ার করা শুরু করেদিয়েছে। কারণ সবুজ মাঠের রং যদি ঠিক ভাবে ক্যামেরায় ধরা পড়ে তবে সুবজ পতাকার রং কেন পড়বে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা চলছে।

উল্লেখ্য,তিন দেশের নিদহাস টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের মাঝারি স্কোর দাঁড় করায় মুশফিক-রিয়াদরা। জবাবে ৬ উইকেট ও ইনিংসের ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।

 

কালের আলো/ওএইচ