কোন জেলায় কতজন পুলিশ কনস্টেবল নিয়োগ হচ্ছে?
প্রকাশিতঃ 5:58 am | June 22, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ৯ হাজার ৬৮০ জন কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে ৬ হাজার ৮’শ জন পুরুষ, ২ হাজার ৮’শ ৮০ জন নারী রয়েছেন। ঢাকা, রাজশাহী, বরিশালসহ ৫ টি রেঞ্জে শনিবার (২২ জুন) থেকে শুরু হচ্ছে এ নিয়োগ। ধাপে ধাপে চলবে অন্যান্য জেলায়। এ নিয়োগ শেষ হবে আগামী মঙ্গলবার (৯ জুলাই)।
পুলিশ সদর দফতরের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখা গেছে, ঢাকা জেলায় নতুন পদে ১৬৪ পুরুষ ও ২৯ নারী এবং বিশেষ কোটায় ৭৮২ পুরুষ ও ২৬২ নারী কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। গাজীপুরে নতুন পদে ৪৬ পুরুষ ও ৮ নারী এবং বিশেষ কোটায় ৮৫ পুরুষ ও ৪৪ নারী, মানিকগঞ্জে বিশেষ কোটায় ৭০ পুরুষ ও ৩৯ নারী, নতুন পদে ১৯ পুরুষ ও ৩ নারী, মুন্সীগঞ্জে বিশেষ কোটায় ১৬৪ পুরুষ ও ৩৯ নারী, নতুন পদে ২০ পুরুষ ও ৩ নারী।
আরো পড়ুন: পুলিশ কনস্টেবল নিয়োগে কঠোর আইজিপি, থাকছে নিজস্ব গোয়েন্দা টিম
নারায়ণগঞ্জে বিশেষ কোটায় ২৪০ পুরুষ ও ৭০ নারী, নতুন পদে ৪০ পুরুষ ও ৭ নারী, নরসিংদীতে বিশেষ কোটায় ৫ পুরুষ ও ৩৬ নারী, নতুন পদে ৩০ পুরুষ ও ৫ নারী, ফরিদপুরে বিশেষ কোটায় ২৪ নারী, নতুন পদে ২৬ পুরুষ ও ৫ নারী, গোপালগঞ্জে বিশেষ কোটায় ৩ নারী, নতুন পদে ১৬ পুরুষ ও ৩ নারী, মাদারীপুরে বিশেষ কোটায় ১৫ পুরুষ ও ২০ নারী, নতুন পদে ১৬ পুরুষ ও ৩ নারী, রাজবাড়ীতে বিশেষ কোটায় ৪৮ পুরুষ ও ১৭ নারী, নতুন পদে ১৪ পুরুষ ও ৩ নারী।
শরীয়তপুরে বিশেষ কোটায় ৩৬ পুরুষ ও ২৫ নারী, নতুন পদে ১৬ পুরুষ ও ২ নারী, কিশোরগঞ্জে বিশেষ কোটায় ৫০ পুরুষ ও ৫৬ নারী, নতুন পদে ৪০ পুরুষ ও ৭ নারী, টাঈাইলে বিশেষ কোটায় ৭ নারী, নতুন পদে ৪৯ পুরুষ ও ৯ নারী, ময়মনসিংহে বিশেষ কোটায় ৮২ পুরুষ ও ৯৩ নারী, নতুন পদে ৭০ পুরুষ ও ১২ নারী, জামালপুরে বিশেষ কোটায় ৬ পুরুষ ও ২৮ নারী, নতুন পদে ৩১ পুরুষ ও ৬ নারী, নেত্রকোনায় বিশেষ কোটায় ৪০ নারী, নতুন পদে ৩০ পুরুষ ও ৫ নারী, শেরপুরে বিশেষ কোটায় ২৮ পুরুষ ও ২৩ নারী, নতুন পদে ১৯ পুরুষ ও ৩ নারী।
চট্টগ্রামে বিশেষ কোটায় ৭৬৩ পুরুষ ও ২০১ নারী, নতুন পদে ১০৪ পুরুষ ও ১৮ নারী, বান্দরবানে বিশেষ কোটায় ৪৫ পুরুষ ও ৮ নারী, নতুন পদে ৫ পুরুষ ও ১ নারী, কক্সবাজারে বিশেষ কোটায় ২৯৫ পুরুষ ও ৫৪ নারী, নতুন পদে ৩১ পুরুষ ও ৬ নারী, ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ কোটায় শুধু ৫৩ নারী, নতুন পদে ৩৯ পুরুষ ও ৬ নারী, চাঁদপুরে বিশেষ কোটায় ২৯ পুরুষ ও ৫৫ নারী, নতুন পদে ৩৩ পুরুষ ও ৬ নারী, কুমিল্লায় বিশেষ কোটায় ১০০ পুরুষ ও ১২১ নারী, নতুন পদে ৭৩ পুরুষ ও ১৩ নারী, খাগড়াছড়িতে বিশেষ কোটায় ৪১ পুরুষ ও ১৪ নারী, নতুন পদে ৮ পুরুষ ও ২ নারী, ফেনীতে বিশেষ কোটায় ৩০ পুরুষ ও ৩৭ নারী, নতুন পদে ২০ পুরুষ ও ৩ নারী।
লক্ষ্মীপুরে বিশেষ কোটায় ১৩২ পুরুষ ও ৩৬ নারী, নতুন পদে ২৪ পুরুষ ও ৪ নারী, নোয়াখালীতে বিশেষ কোটায় ১১৬ পুরুষ ও ৬৭ নারী, নতুন পদে ৪২ পুরুষ ও ৭ নারী, রাঙ্গামাটিতে বিশেষ কোটায় ৬৮ পুরুষ ও ১৫ নারী, নতুন পদে ৮ পুরুষ ও ২ নারী, রাজশাহীতে বিশেষ কোটায় ৯ পুরুষ ও ৩৭ নারী, নতুন পদে ৩৫ পুরুষ ও ৭ নারী, জয়পুরহাটে বিশেষ কোটায় ৪২ পুরুষ ও ১৬ নারী, নতুন পদে ১৩ পুরুষ ও ২ নারী।
পাবনায় বিশেষ কোটায় ৬৪ পুরুষ ও ৪৭ নারী, নতুন পদে ৩৪ পুরুষ ও ৬ নারী, সিরাজগঞ্জে বিশেষ কোটায় ৬৩ পুরুষ ও ৬৬ নারী, নতুন পদে ৪২ পুুরুষ ও ৮ নারী, নাটোরে বিশেষ কোটায় ২৪ পুরুষ ও ১৮ নারী, নতুন পদে ২৩ পুরুষ ও ৪ নারী, চাঁপাইনবাবগঞ্জে বিশেষ কোটায় শুধু ১৮ নারী, নতুন পদে ২২ পুরুষ ও ৪ নারী, বগুড়ায় বিশেষ কোটায় ১২১ পুরুষ ও ৬৪ নারী, নতুন পদে ৪৬ পুরুষ ও ৮ নারী, রংপুরে বিশেষ কোটায় ১৮৯ পুরুষ ও ৫১ নারী, নতুন পদে ৩৯ পুরুষ ও ৭ নারী কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
দিনাজপুরে বিশেষ কোটায় ১৩ পুরুষ ও ১৯ নারী, নতুন পদে ৪১ পুরুষ ও ৭ নারী, গাইবান্ধায় বিশেষ কোটায় ৬৩ পুরুষ ও ৪৩ নারী, নতুন পদে ৩২ পুরুষ ও ৬ নারী, কুড়িগ্রামে বিশেষ কোটায় নেই, নতুন পদে ২৮ পুরুষ ও ৫ নারী, লালমনিরহাটে বিশেষ কোটায় ৭ নারী, নতুন পদে ১৭ পুরুষ ও ৩ নারী, পঞ্চগড়ে বিশেষ কোটা নেই, নতুন পদে ১৪ পুরুষ ও ২ নারী, ঠাকুরগাঁওয়ে বিশেষ কোটায় ১৫ নারী, নতুন পদে ১৯ পুরুষ ও ৪ নারী, খুলনায় বিশেষ কোটায় ৩১ পুরুষ ও ৪৬ নারী, নতুন পদে ৩১ পুরুষ ও ৬ নারী, যশোরে বিশেষ কোটায় ১০৩ পুরুষ ও ৪৬ নারী, নতুন পদে ৩৮ পুরুষ ও ৬ নারী, ঝিনাহদহে বিশেষ কোটায় ৬ পুরুষ ও ২৫ নারী, নতুন পদে ২৪ পুরুষ ও ৪ নারী কনস্টেবল।
সুনামগঞ্জে বিশেষ কোটায় ১৭০ পুরুষ ও ৪৬ নারী, নতুন পদে ৩৩ পুরুষ ও ৬ নারী এবং হবিগঞ্জে বিশেষ কোটায় ২৯ পুরুষ ও ৩৪ নারী, নতুন পদে ২৯ পুরুষ ও ৫ নারী, নড়াইলে বিশেষ কোটায় ৮ নারী, নতুন পদে ১০ পুরুষ ও ২ নারী, বাগেরহাটে বিশেষ কোটায় ৭ নারী, নতুন পদে ২০ পুরুষ ও ৪ নারী, সাতক্ষীরায় বিশেষ কোটায় ১৭ পুরুষ ও ২৩ নারী, চুয়াডাঙ্গায় বিশেষ কোটায় ৮ পুরুষ ও ২০ নারী, নতুন পদে ১৫ পুরুষ ও ৩ নারী, কুষ্টিয়ায় বিশেষ কোটায় ২২ পুরুষ ও ২২ নারী, নতুন পদে ২৬ পুরুষ ও ৫ নারী।
মেহেরপুরে বিশেষ কোটায় ৮ নারী, নতুন পদে ৯ পুরুষ ও ১ নারী, বরিশালে বিশেষ কোটায় ৮ নারী, নতুন পদে ৩২ পুরুষ ও ৫ নারী, ভোলায় বিশেষ কোটায় ১২৭ পুরুষ ও ৪৮ নারী, ঝালকাঠিতে বিশেষ কোটায় ২ পুরুষ ও ৭ নারী, নতুন পদে ৯ পুরুষ ও ২ নারী, পিরোজপুরে বিশেষ কোটায় ১ পুরুষ ও ১৪ নারী, নতুন পদে ১৫ পুরুষ ও ৩ নারী, বরগুনায় বিশেষ কোটায় ১১ পুরুষ ও ১৬ নারী, পটুয়াখালীতে বিশেষ কোটায় ৮০ পুরুষ ও ২৫ নারী, নতুন পদে ২১ পুরুষ ও ৪ নারী, সিলেটে বিশেষ কোটায় ২৩৬ পুরুষ ও ৫৭ নারী, নতুন পদে ৪৭ পুরুষ ও ৮ নারী, মৌলভীবাজারে বিশেষ কোটায় ৭১ পুরুষ ও ৩৪ নারী, নতুন পদে ২৬ পুরুষ ও ৫ নারী কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
কালের আলো/এমএইচ/এএ