ময়মনসিংহে ১২ তরুণ শিল্পীকে সম্মাননা দিলো অনসাম্বল থিয়েটার

প্রকাশিতঃ 10:27 pm | June 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অনসাম্বল থিয়েটারের একযুগ পূর্তিতে ময়মনসিংহ নগরীর সাংস্কৃতিক জগতের বিভিন্ন শাখায় অবদানের জন্য ১২ জন তরুণ শিল্পীকে সম্মাননা দিয়েছে সংগঠনটি।

শনিবার সন্ধ্যায় নগরীর কাচারী এলাকাস্থ অনসাম্বল থিয়েটার মুক্তমঞ্চে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস, মোমেনশাহী সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. উম্মে জহুরা, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজুর রহমান মন্তা এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরজু পারভেজ।

সংগঠনটির উপদেষ্টা কাজী আজাদ জাহান শামীম ও সভাপতি আবুল মনসুরের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের পর অতিথিদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার সম্মাননাপ্রাপ্তদের তরুণ শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়।

অনসাম্বল থিয়েটার কর্তৃক তরুণ সম্মাননা প্রাপ্তরা হলেন- নাট্যকার এস এম রনি, মঞ্চ নাটক নির্দেশক চিন্ময় দেবনাথ, টেলিভিশন নাটক নির্মাতা জহির খান, গল্পকার কামরান পারভেজ, অভিনয় শিল্পী নুছরাত ইমাম বুল্টি, বাচিক শিল্পী মোঃ সায়মুল হক রিমন, কণ্ঠ শিল্পী জয়িতা ফাহমী, নৃত্য শিল্পী এস এম সাজেদুল হাসান সাজু, আলোকচিত্রী শিল্পী এম হক তপু, চিত্র শিল্পী মো. রাজন, কবি নীহার লিখন এবং সাংস্কৃতিক সংগঠক সুদীপ রায় সুমন৷

কালের আলো/ওএইচ