রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিতঃ 7:24 am | March 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

সোমবার ভোর সাড়ে ৩টার দিকে মিরপুর ১২ নম্বরে ইয়াসিন আলী মোল্লা বস্তিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন অনেক স্থানীয় যুবক এবং আশপাশের এলাকাবাসী।

একজন ভুক্তভোগী বলেন, ঘুমের ভেতর আমাকে আমার মেয়ে ডাক দিয়ে বলে, মা আগুন লেগেছে। আমি আর কিছু বলতে পারিনা। আমার ঘরের সবকিছু পুড়ে গেছে।

ক্যান্টনমেন্টের ভেতর ছাড়া পানির ব্যবস্থা করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। এছাড়া আশপাশের বাড়িগুলোর পানির ট্যাঙ্ক থেকে পানির ব্যবস্থা করা হচ্ছে। দক্ষিণ দিকটি পুড়ে ছারখার হয়ে গেছে।

বস্তিটিতে আট হাজার ঘর আছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

 

কালের আলো/এমএম