শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে: খালিদ
প্রকাশিতঃ 10:37 am | July 09, 2019
কালের আলো প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।
তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকেরা বাঙালি সংস্কৃতিকে হত্যা করেছিল। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি সংস্কৃতিকে জাগ্রত করতে হাল ধরেছিলেন। তারই নেতৃত্বে বাঙালি সংস্কৃতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
সোমবার (০৮ জুলাই) রাতে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শিশু একাডেমিতে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার (এসপি) সৈয়দ আবু সায়েম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এআর/এমএম