চলে গেলেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং
প্রকাশিতঃ 11:02 am | March 14, 2018
বিশ্ব ডেস্ক, কালের আলো:
বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন। তার পরিবারের বরাত দিয়ে ডেইলি মেইল এ তথ্য নিশ্চিত করেছে।
তার তিন সন্তান, লুসি, টিম ও রবার্ট এক বিবৃতিতে জানান, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বাবা আজ (পাশ্চাত্যের সময়ে মঙ্গলবার) মারা গিয়েছেন।তিনি একজন মহান বিজ্ঞানী ও অসাধারণ মানুষ ছিলেন। তার কাজের মাধ্যমে তিনি অনেকদিন বেঁচে থাকবেন।’
মঙ্গলবার ক্যামব্রিজে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
ইংরেজ এ বিজ্ঞানী দীর্ঘদিন ধরে এমায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (এ.এল.এসের ) রোগে ভুগছিলেন। স্নায়ুর এই রোগের কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফের করতে পারতেন না। তা সত্ত্বেও তিনি সাফল্যের সঙ্গে বহু গুরুত্বপূর্ণ গবেষণা করেন। ২০০৯ সালে তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ‘লুকাসিয়ান অধ্যাপক’ পদ থেকে অবসর নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়টির ফেলো হিসেবে কাজ করেছেন।
স্টিফেন হকিং-এর কালজয়ী গবেষণার মধ্যে রয়েছে রজার পেনরাজের সঙ্গে সহগবেষণায় সাধারণ আপেক্ষিকতায় সিংগুলারিটি সংক্রান্ত তত্ত্ব ও ব্ল্যাকহোলের কণা প্রবাহ বিকিরণ তত্ত্ব, যার নাম হকিং কণা।
এ সময়ের সবচেয়ে আলোচিত এবং সফল বিজ্ঞানী হিসেবে স্টিফেন হকিং-কে বিবেচনা করা হয়। ২০১৪ সালে তার জীবন নিয়ে ‘থিওরি অফ এভ্রিথিং’ নামে একটি সিনেমা মুক্তি পায়।
কালের আলো/ওএইচ