ময়মনসিংহে দিনব্যাপী বিতর্ক কর্মশালা

প্রকাশিতঃ 8:53 am | July 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে আনন্দঘন পরিবেশে আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের বিতর্কপ্রেমি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) মিন্টু কলেজ ডিবেটিং ক্লাব ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’র (এনডিএফ-বিডি) যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উক্ত কলেজের বাংলা বিভাগের প্রভাষক আবু সায়েমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায় ও উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ।

এছাড়াও এনডিএফ-বিডি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রিমন, সমন্বয়কারী তৌকির বিন আহমেদ, সহ-সমন্বয়কারী সঙ্গীতা পাল, সদস্য মোহাইমিনুল ইসলাম সৌরভ, রাফি আহমেদ ফাহিম প্রমুখ।

কর্মশালায় বিতর্ক প্রশিক্ষণ দেন তৌকির বিন আহমেদ এবং বিতর্ক মূল্যায়ন করেন রাফি আহমেদ ফাহিম।

কর্মশালায় ওই কলেজের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।

এনডিএফ-বিডি’র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রিমন জানান, ময়মনসিংহ অঞ্চলে বিতর্ক প্রসারে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। এতে বিতর্কপ্রেমি শিক্ষার্থী ও শিক্ষকদের সহযোগীতা পেলে সৃজনশীল এই কাজটি আরো বেগবান হবে।

কালের আলো/ওএইচ